বিশুদ্ধ পাগল
আমাদের এলাকার ছাগলের কারবারি (উনি কোরবানীর হাটে ছাগল সাপ্লাই করেন। আর বছরের অন্যান্য সময়ও বিভিন্ন হাটে ছাগল বিক্রী করেন। এছাড়া ছাগলের মাংসও বিক্রী করেন। এক কথায় ছাগলের কারবারি) তো কেমন করে যেন ওনার কাছে এক শিক্ষিত মেয়ের নাম্বার এসেছে (উনি জীবনে কোনদিন স্কুলের বারান্দায়ও উঠেছেন কিনা সন্দেহ আছে। তবে ওনার ছাগল যে উঠেছে তাতে কোন সন্দেহ নাই। সেই ছাগল কে আনার জন্য গিয়ে থাকতে পারেন)। সেই মেয়ে প্রমিত শুদ্ধ ভাষায় কথা বলে। তাই আমাদের কাছে এসে এটা ওটা জেনে নেন। তো একদিন কথা বলার সময় মেয়েটার সেল এ মনে হয় অন্য আরেক টা কল এসেছে তাই ভাইব্রেশান হচ্ছে... তো উনি মেয়েটাকে জিজ্ঞেস করলেন-"মোবাইল গ্যারগ্যারাচ্ছে কেন?"
সাথে সাথে আমরা দূর থেকে চিৎকার করে বলে দিলাম "ভাইব্রেশান........ ভাইব্রেশান........"
আবার উনি জিজ্ঞেস করলেন- "মোবাইল ভ্যারভ্যারাচ্ছে কেন????"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।