আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইলের কিছু টিপস্

এই পথ যদি না শেষ হয় . . .
ক্যামেরা টিপস্ : ১) ঘরের মধ্যে ছবি তোলার ক্ষেত্রে সবসময় নাইট মুড ব্যবহার করুন। ২) ঘরের ভেতরে ছবি তোলার সময় হুয়াইট ব্যালেন্স Fluorescent এবং ঘরের বাইরে ছবি তোলার সময় Daylight (দিনের বেলায়) ব্যবহার করুন। ৩) যদি সম্ভব হয় তাহলে ক্যামেরার রেজুলেশন ৮০০X৬০০ ব্যবহার করুন। [মনে রাখতে হবে ক্যামেরা ব্যবহারের ফলে প্রচুর পরিমানে চার্জের অপচয় হয়। সুতরাং যতটা কম সময়ের জন্য ক্যামেরা ব্যবহার করা যায় ততই ভালো] ব্যাটারি টিপস্ : ১) যখন দরকার শুধুমাত্র তখনই ক্যামেরা ব্যবহার করুন।

২) Packet Data Connection টি সবসময় When Needed দিয়ে রাখুন। এটি Settings>Connectivity>Packet Data তে পাওয়া যাবে। ৩) সবসময় Power Saver অপশনটি চালু করে রাখুন। ৪) যখন ব্যবহার করার দরকার নেই তখন আপনার ব্লুটুথ বন্ধ করে রাখুন। ৫) স্কিন সেভার বন্ধ করে রাখুন।

৬) অপারেটর সেলেকসন এ গিয়ে ম্যানুয়েল দিয়ে আপনার অপারেটর সিলেক্ট করুন। অটমেটিক সিলেক্ট করা থাকলে মোবাইল সবসময় শক্তিশালী অপারেটরের খোজ করে । ফলে ব্যাটারির অপচয় হয়। ৭) মোবাইলে গেম খেলা খুব আনন্দদায়ক হলেও তা মোবাইলের ব্যাটারির অপচয়ের অন্যতম প্রধান কারন। তাই যতটা পারা যায় তত কম গেম খেলা আপনার মোবাইলের ব্যাটারির জন্য ভালো।

৮) আপনার মোবাইলের ব্যাটারিকে ঘন ঘন discharge করা থেকে বিরত থাকুন। এতে আপনার মোবাইরের ব্যাটারির লাইফটাইম কমে যায়। ৯) আপনার মোবাইলের ব্যাটারিটি সম্পূর্ন কার্যক্ষম রাখতে প্রতি ৩০ বার চার্জ ব্যবধানে অথবা মাসে একবার discharge করুন। ১০) আপনি যদি আপনার মোবাইলটি প্রচুর পরিমানে ব্যবহার করতে চান তাহলে সবসময় আপনার সাথে একটি অতিরিক্ত ব্যাটারি রাখুন।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.