আমাদের কথা খুঁজে নিন

   

আমার মোবাইলের গেম গুলো



আমি হলাম সুঠামদেহী ট্রিপল এইচ। আন্ডারটেকার , কেইন, শন মাইকেল দেরকে ধরে ধরে রিং এর বাইরে ছুড়ে মারি। পরে নিজেই নীচে গিয়ে আরও মারি। মারতে মারতে এক্কেবারে তক্তা বানিয়ে ফেলি। অনেক সময় ইচ্ছা করেই খেলা শেষ না করে অপনেন্টকে অনেকক্ষণ ধরে মারতে থাকি আর পৈশাচিক আনন্দ উপভোগ করি ।

এইসব করি Smack Down VS Raw 2009 গেমটাতে। আমার মোবাইলে ইন্সটল করা প্রথম গেম। যদিও সীমিত সংখ্যক রেসলার বিদ্যমান তারপরও মোবাইল গেম হিসেবে রেসলারদের চেহাড়া মুবারক আর মুভমেন্ট খুবই চমৎকার। আর তাছাড়া ক্যারিয়ার মুড তো আছেই, যেখানে নিজের মন মত করে প্লেয়ার বানিয়ে নিয়ে খেলা যায়। ********************* আমি একজন বিশ্ববিখ্যাত বাইক রাইডার।

রেসিং ট্র্যাকে সুজুকি, হোন্ডা, ইয়ামাহা, কাওয়াসাকি চালিয়ে প্রতিপক্ষের বাইক গুলোকে সাঁই করে পাশ কাটিয়ে ট্রফি জয়লাভ করি। মোবাইলে সাধারণত রেসিং গেম তেমন খেলতামনা। কিন্তু MotoGP 09 গেমটাতে সিজন খেলতে দারুন লাগে। তবে গেমটার প্রধান আকর্ষণ হল, খেলতে খেলতে বেশ কিছু অ্যাওয়ার্ড অর্জন করা। যেমন, বাইকে সর্বোচ্চ গতি তোলা, একেবারে শেষ মুহূর্তে ওভারটেক করে রেস জেতা, তিনবার উষ্টা খেয়েও প্রথম স্থান অর্জন করা , ...ইত্যাদি ********************* আমি একজন চাষার পোলা।

আমাকে একটা আগুনের গোলা থেকে নিক্ষেপ করলে আমি উড়তে শুরু করি। উড়তে উড়তে কখনও বজ্রাঘাত প্রাপ্ত হই, কখনও শকুন আমাকে ধরে আরও উপরে উঠিয়ে দেয় আবার কখনও প্লেনের সাথে, কাকের সাথে বাড়ি খাই। আবার কখনও ঘূর্ণিঝড়ের কবলে পড়ি। উড়তে উড়তে আমার শক্তি ফুরিয়ে গেলে নীচে পড়ে যেতে থাকি। তখন যদি দূর্ভাগ্যক্রমে কোন ক্যাকটাসের সাথে বাড়ি খাই, একটা বেরসিক কাক সৌভাগ্যক্রমেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার উপরে ইয়ে ( ) ত্যাগ করে ।

এইভাবে উড়ে বেড়াই, আমার অনেক অনেক প্রিয় Johny Crash does Texas গেমে। গেমটার বাড়তি আকর্ষণ হল, অনেক গুরুত্বপূর্ণ কিছু জব করতে হয়। যেমন, ট্রাউজার চুরি করা, শকুন সাহেবের সাথে মোলাকাত, পিক আপের উপরে আছড়ে পড়া আর যেই ভদ্রলোক তেলের খনির মালিক তাকে দৌড়ানি দেয়া । ********************* আমি একজন সুদ্ক্ষ নৌযুদ্ধ পরিচালক। শত্রুপক্ষের যুদ্ধ জাহাজের অবস্থান খুজে বের করে কামানের গোলার আঘাতে ক্ষতবিক্ষত করে অতল-গহীন সমুদ্রে ডুবিয়ে দেয়াই আমার একমাত্র লক্ষ আর উদ্দেশ্য।

BATTLE SHIPS sea on fire গেমটাতে ক্যাম্পেইন মুডও আছে। ক্যাম্পেইন মুড শেষ করতে করতে আমার ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট, ... ইত্যাদি পদোন্নতি হয় । অনেকেই হয়তো পিসিতে খেলে থাকবেন। ******************* এবার আমি একজন সম্মুখ যোদ্ধা। গুলি করে করে আমার দিকে অগ্রসরমান শত্রুপক্ষকে মাটিতে শুইয়ে দেই।

অনেক শত্রুই আমাকে গ্রেনেড ছুড়ে মারে। আমি ঐ গ্রেনেডটা পাল্টা ছুড়ে মারি । অনেকে আবার গুলিতে সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে ব্যাথায় কাতড়াতে থাকে। তখন এক ডাক্তার সাহেব এসে তাদেরকে সেবা দিয়ে সুস্থ করে ফেলে । তাই আমি ভদ্রলোককেও গুলি করতে দিধা করিনা ।

আমার এই যুদ্ধ বিগ্রহ হল DOD defend or die গেমটাতে। ****************** আমি একজন ভয়ংকর গরিলা , শহরের একটি উচু দালানে অবস্থান করছি। শহরের পুলিশ গুলো টিকটিকির মত দালান বেয়ে বেয়ে আমাকে ধরার জন্য উপরে উঠতে থাকে । আমি তখন দুহাত দিয়ে বিশাল সাইজের পাথর ছুড়ে ছুড়ে পুলিশগুলোর বারোটা বাজিয়ে ছাড়ি। নিরুপায় হয়ে ওরা এক পর্যায়ে ফায়ার সার্ভিস, র‌্যাব, সেনাবাহিনী এমনকি হেলিকপ্টার পর্যন্ত নিয়ে আসে।

ওহ্যা , আমার মত সহয সরল শিশুসুলভ চপল গরিলার পিছনে ওদের লাগার একমাত্র কারণ হল, শহরের সবচেয়ে সুন্দরী ভদ্রমহিলাকে আমি তুলে এনেছি , যিনি একটু পর পরই বাচাও বাচাও বলে চিক্কুর পারতেছেন । Gorilla Rampage গেমটার শেষ লেভেল পর্যন্ত এখনও যেতে পারিনি। আদৌ পারবো কিনা , জানিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.