সকল স্বপ্ন সত্য হবে- ছেড়েছি এই আশা, জরুরী নয় সব স্বপ্নই- সত্য রুপে আসা... হলিউডে এমন অসংখ্য মুভি রয়েছে যেগুলো অনুকরন করে বলিউড, ঢালিউডসহ বিশ্বের বিভিন্ন দেশে মুভি বানানো হয়েছে। বলিউড এক্ষেত্রে বেশ এগিয়ে থাকলেও আমাদের ঢালিউডও কিন্তু ইদানিং পিছিয়ে নেই। তারাও হলিউডের বেশ কিছু মুভি নকল করে বানানো শুরু করে দিয়েছে। সম্প্রতি- 'বাংলার কিং কং' এবং এরকম আরও কিছু মুভি সেটাই প্রমান করে। যাই হোক, এভাবে চলচ্চিত্রের কপি হতে থাকলে ভবিষ্যতে আমরা হয়তো হলিউডের আরও কিছু ব্লকবাস্টার মুভি আমাদের ঢালিউডে দেখার আশা রাখতে পারি-
তাহলে চলুন দেখা যাক, কোন হলিউড মুভিগুলো ভবিষ্যতে ঢালিউডে দেখা যেতে পারে---
জনপ্রিয় মুভি 'সুপারম্যান'- কে অনুকরন করেই বানানো এই মুভিটি।
সুপারম্যানের ভূমিকায় নতুন প্রজন্মের কেউ অভিনয় করার সাহস পাবে না কারন, নায়ক রুবেল তার 'ব্ল্যাকবেল্টের' জোরে লিডিং রোলটা নিয়ে নেবেন। তবে নায়ক হিসেবে রুবেল কতটুকু সার্থক হবেন সেটাই প্রশ্ন। তাছাড়া, (মোচওয়ালা সুপারম্যানকে বাচ্চারা কিভাবে গ্রহন করবে সেটাও গভীর ভাবনার বিষয় )
'জেমস বণ্ড' নয়, এটি ঢালিউডে নির্মিত "জামাল'স বণ্ড"
তবে জেমস বণ্ড মুভির আদলেই নির্মিত। মূল কাহিনী একই থাকবে তবে, কিছু দৃশ্য কাটছাঁট করা হবে (১৮+ ট্যাগ না থাকার কারনে)।
হলিউড ব্লকবাস্টার 'স্পাইডারম্যান'- এর কপি এই মুভি।
জোরালো আপত্তির মুখে হয়তো কিছুটা লুজ করা হবে স্পাইডারম্যানের কস্টিউম। বাদ-বাকি সব ঠিক থাকবে। অভিনয়ে থাকবে রিয়াজ, অপু বিশ্বাস, কানা-রানা সহ আরও অনেকে।
বিখ্যাত মুভি 'টাইটানিকের' আদলে নির্মিত হবে এই মুভিটি। বাজেট কতো হবে সেটা ঠিক করা হয়নি তবে বুড়িগঙ্গার উপরেই যেহেতু এর শুটিং হবে সেহেতু বাজেট তেমন একটা বাড়ার সম্ভাবনা নেই।
অভিনয়ে এজ ইউজুয়াল সাকিব খান এবং অপু বিশ্বাস।
আরেক হিট মুভি 'অ্যাভাটার' এর মূল কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা হবে এই মুভি। স্পেশাল মেকআপের পিছনে বাজেটের সিংহভাগ চলে যাওয়াতে বছরখানেকের জন্য মুভির শুটিং বন্ধও থাকতে পারে। সেক্ষেত্রে দর্শকদের ধৈর্য ধরতে হবে। অভিনয়ে 'লালটিপ'- খ্যাত জুটি ইমন আর কুসুম শিকদারকে দেখা যাবে।
(এখানেও লালটিপ থাকা বাঞ্ছনীয়)
তরুণদের প্রিয় 'টোয়ালাইট' মুভির আদলে নির্মাণ করা হবে এই মুভি। অভিনয়ে প্রভা, রাজিব, অপূর্বকে দেখা যাবে। একই মুভিতে এই তিনজনের অভিনয়ের কারনে ধারনা করা যায় এই মুভি- হলিউডের 'টোয়ালাইট'কেও ছাড়িয়ে যাবে।
যারা 'আমেরিকান পাই' মুভির ফ্যান তাদের জন্য এই মুভি। তবে ভিতরে তেমন সিরিয়াস কিছু আশা করা ঠিক হবেনা, (সেন্সর বোর্ড সভ্য হতে চাচ্ছে) তাই, দুধের স্বাদ ঘোলে মিটানোর মানসিকতা নিয়ে এই মুভি দেখতে বসতে হবে।
অভিনয়ে তিন্নি, শখ, আরেফিন শুভ, সজল, নীরব, মাহফুজ, সারিকা আর নাম না জানা বাংলালিংকের চিপা মডেলটাকেও দেখা যাবে।
'ডার্ক নাইট- ব্যাটম্যান' মুভির কপি এই মুভি। জোকারের অভিনয়ে ডিপজল আর ডার্ক নাইটের ভূমিকায় হাসান মাসুদকে দেখা যাবে। এতো অভিনেতা থাকতে হাসান মাসুদকে কেনো এই রোল দেয়া হবে এই ব্যাপারটা রহস্যই থেকে যাবে। আর এ রহস্য ভেদ করার জন্যই মুভিটি আপনাদের দেখতে হবে।
হলিউড মুভি 'মিউজিক অ্যান্ড লিরিক্স' এর কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত হবে এই মুভি। এই মুভিতেই প্রথমবারের মতো স্বামী-স্ত্রীকে যৌথভাবে অভিনয় করতে দেখা যাবে। যথারীতি কোন স্পন্সর না পাওয়ায় মাহফুজ সাহেব একাই সম্পূর্ণ মুভির জন্য স্পন্সর করবেন এবং হয়তো এটাই হবে ঢালিউডের ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যায়বহুল চলচ্চিত্র।
এবং সর্বশেষ-
হলিউড ব্লকবাস্টার 'জুরাসিক পার্ক', ঢালিউডে এসে তার মৌলিকত্ব হারাবে। চিরচেনা ডাইনোসরদের রোমাঞ্চকর কাহিনী, রুপ নেবে প্রেম কাহিনীতে।
পুরো মুভির শুটিং রমনা পার্কেই শেষ হবে। এটা অনেকটা ডকুমেন্টারি টাইপ একটা মুভি হবে যেখানে দেখানো হবে স্কুল, কলেজ ফাকি দেয়া ছাত্র-ছাত্রীদের রোমান্টিক ইটিশ-পিটিস। রিয়েলিটি আনার জন্য প্রতিটা গাছের চিপায়-চাপায় লাগানো থাকবে হিডেন ক্যামেরা। অভিনয়ে যারা থাকবেন তারা বুঝতেও পারবেন না যে তারা অভিনয় করছেন।
বি:দ্র- এই পোস্ট নিছক মজা করার উদ্দেশ্যে তৈরি।
বাস্তবের কারও সাথে এর কোন মিল নেই। পেলে অবশ্যই তা কাঁচা হাতের এডিটিং ধরে নিতে হবে
----------------------------------- ------------------------------------ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।