ঢালিউডে নতুন জুটি হয়ে এলেন সংগ্রাম খান ও সানজানা। চলচ্চিত্রের শিরোনাম 'কপালের লিখন'। এটির পাণ্ডুলিপি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন জুয়েল ফারসী। করুণাত্দক পারিবারিক গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। গল্পে দেখা যাবে ৩০ বছরের চাকরি জীবন শেষ করে ঘরে ফেরেন মাসুম আজিজ।
বেকার হয়ে পড়ায় তার ছেলে কিরণ রায় তাকে আর ঘরে রাখতে চায় না। এক সময় বৃদ্ধাশ্রমে চলে যেতে হয় তাকে। সেখানে বাবার মতো তাকে শ্রদ্ধা, সেবা-শুশ্রূষা করেন সংগ্রাম খান নামের এক জারজ সন্তান। জারজ পরিচয়ের গ্লানি ভুলতে সংগ্রাম বৃদ্ধাশ্রম ও এতিমখানায় অসহায়দের দেখাশোনা করেন। তাকে সহযোগিতা করেন সানজানা।
এ চলচ্চিত্রে কলকাতার অভিনেতা কিরণ রায় খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। এর গল্প গড়িয়েছে মাসুম আজিজ, কিরণ রায়, সংগ্রাম খান ও সানজানাকে ঘিরে। আগামী সপ্তাহে কপালের লিখন সেন্সর বোর্ডে জমা পড়বে। সংগ্রাম বলেন, একটি সুন্দর গল্পের চলচ্চিত্রে কাজ করলাম। ভালো কাজের মাধ্যমে চলচ্চিত্রের শিল্পী সংকট কাটানোই আমার লক্ষ্য।
সানজানা বলেন, এর আগে আমার'মন তোর জন্য পাগল' চলচ্চিত্রটি মুক্তি পেয়ে সফল হয়েছে। এখন এটিসহ আরও তিনটি চলচ্চিত্র মুক্তি পাবে। আশা করছি ভালো কাজ দিয়ে সবার প্রত্যাশা পূরণ করতে পারব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।