আমাদের কথা খুঁজে নিন

   

নতুন কিছু বাংলা চলচ্চিত্র, যেগুলো ২০১৪ এর মধ্যে পাল্টে দেবে ঢালিউডের চেহারা

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন। । আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://gmshovo.info থেকে

গেলাম রেঃ এটি একটি কমেডি ফিল্ম। প্রযোজনা করেছে বাংলা মুভি হাউজ।

এটির বাজেট ৩৫ কোটি টাকা। এতে অভিনয় করেছেন শাকিব খান,মাহি,আলমগীর,কাবিলা,এটিএম শামসুজ্জামানসহ আরো অনেকে…এটিতে স্বল্প সময়ের জন্য থাকবেন কারিনা কাপুর। ভাই ভাইঃ করন অর্জুন এর বাংলাদেশী রিমেক এটি…এতে থাকছেন শাকিল খান ও শাকিব খান!! আর তাদের বিপরীতে থাকছেন যথাক্রমে জয়া আহসান এবং সারিকা…ছবিটিতে বিশেষ আকর্ষন হিসেবে থাকছে সোহা আলী খানের ক্লাসিক্যাল আইটেম সং…ছবির বাজেট ১৮ কোটি টাকা। বিশাল আকাশঃ নতুন পরিচালক মহিউদ্দিন ধর এর ছবি এটি…নায়ক নায়িকা হিসেবে থাকছে বাপ্পি ও মাহি…ছবির ১০০% শুটিং করা হয়েছে যুক্তরাষ্ট্রে…হলিউডের বেশ কিছু এক্সপার্ট কাজ করেছেন ছবিটিতে.…বিশেষ আকর্ষন হিসেবে থাকছে পর্দায় মেগান ফক্সের উপস্থিতি.…ছবির বাজেট ৫২ কোটি টাকা। আজ মন ভালো নাইঃ অনন্ত জলিলের আরো এক নতুন চমক…এবার তিনি হাত দিয়েছেন শিশুতোষ চলচ্চিত্রে.…ছবিটিতে তাকে স্কুল শিক্ষকের ভূমিকায় দেখা যাবে.…গুন্জন রয়েছে এটি অনেকটা তারে জামিন পার ধাচের চলচ্চিত্র.…ছবির বাজেট ২২ কোটি টাকা.…ছবিটি বিশ্বের ৩৫টি দেশে মুক্তি দেওয়া হবে সময় এর রেলগাড়িঃ আমজাদ হোসেনের নতুন প্রজেক্ট… রেলওয়ের বস্তিতে বাস করা একজন নারী কে নিয়ে ছবিটি.…মূল চরিত্রে থাকছেন শাবনূর।

বাংলার ফাটাকেষ্টঃ মুনসুন ফিল্মসের আরেক চমক…৭০ কোটি টাকা বাজেটের এই চলচ্চিত্র নানান চমকে ভরপুর…মূল চরিত্রে থাকছেন অনন্ত জলিল আর তার বিপরীতে থাকছেন বর্ষা…ক্যাটরিনা কাইফকে ছবিটিতে দেখা যেতে পারে বলে আভাস দিয়েছেন অনন্ত…ছবির সম্পুর্ন কাজ হবে বাংলাদেশে.…তবে গানগুলো দক্ষিন আফ্রিকায় দৃশ্যায়ন করা হবে.…পরিচালক হিসেবে থাকছেন অনুরাগ ক্যাশপ.…রজনীকান্তকে দেখা যাবে বিশেষ অথিতি চরিত্রে…!!! [বিঃদ্রঃ ইহা একটি স্যাটায়ার…আসলে এগুলো কিছু ফেসবুক নিক…যেগুলোর রিকোয়েস্ট আজকে এক্সেপ্ট করলাম....নিকগুলোকে কল্পনায় চলচ্চিত্রে রূপদান করা হয়েছে] মোরালঃ মানুষের ফেসবুক নিক সিলেক্ট করার ক্ষমতা আসলেই বিস্ময়কর.…ঢালিউডের পরিচালকরা যেখানে তাদের চলচ্চিত্রের জন্য নাম খুজে পাননা সেখানে ফেসবুকের একেকটা নিক যেনো একেকটা চলচ্চিত্রের নাম পরিশেষঃ আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.