আমাদের কথা খুঁজে নিন

   

লোডশেডিং এর অন্তর্বর্তীকালীন সময়ে আমার কার্যকালাপ সমূহ

উপায় নাই গোলাম হোসেন ! লোডশেডিং আমাদের সকলের নিকট অতিপরিচিত তীব্র বেদনাদায়ক সাধারণত একবার কারেন্ট গেলে ১ ঘণ্টার নিচে আসে না । হয়ত আইপিএস এর কল্যাণে আলো-বাতাস খাওয়া যায় কিন্তু নেট ত ইউজ করা যায় না । তাই এই ১ ঘণ্টা আমার জন্য চ্রম বিরক্তিকর একটা সময় আমি এই এক ঘণ্টা সময় কাটাই ঠিক এই ভাবে >>>> ভোরে কারেন্ট গেলে : টের পাই না ঘুমায় থাকি । টের পাইলেও ঘুমায়া থাকার চেষ্টা করি ১০-১২ দিকে কারেন্ট গেলে : সকালের পেপার পড়ে সময় কাটানোর চেষ্টা করি । পেপার পড়া থাকলে আবার রিভাইজ দেই ! দুপুরে কারেন্ট গেলে : এই টাইমে কারেন্ট গেলে গোসলটা সাইরা ফালাই ।

আমি আবার বাথরুম সিঙ্গার বাথরুমে গান গাইতে গাইতে আয়েশে গোসল করি । সময়টা ভালই কাইটা যায় বিকালে কারেন্ট গেলে : এই টাইমে বেশিরভাগ বাহিরে আড্ডা দেই । আর বাসায় থাকলে কি বোর্ড এর প্লাগটা সিপিইউ থেকে খুলে ২ টা স্কু ড্রাইভার নিয়া গুতাগুতি আরম্ভ কইরা দেই !একবার কি বোর্ডের নাট- বল্টু খুবই যত্ন সহকারে খুলি এর পর আবার লাগাই !! সময় কাটবনা মাইনে নাইলে মুবিলে ''এংরি বার্ড ''গেমস খেলি । সন্ধায় কারেন্ট গেলে : বাসায় থাকি না । থাকলেও বার হয়া যায় ।

রাত্রে কারেন্ট গেলে : কানে হেডফোন লাগায়া ধুমায়া গান শুনি এই হইল আমার লোডশেডিং এর অন্তর্বর্তীকালীন সময়ের কার্যকালাপ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.