বাংলার জনগন ভিয়েনা, ৯ মে: ছাগল প্রাণিটি নিরীহদর্শন হলেও মানুষ তার নাম গালি হিসেবে ব্যবহার করে নির্বুদ্ধিতা বা বোকা অর্থে। কিন্তু এই মজার খবরটি পড়লে মনে হতেই পারে ছাগল এখন আর শুধুমাত্র নিরীহ প্রাণি নেই। অস্ট্রিয়ায় রীতিমত গাড়িই ছিনতাই করে বসেছে একটি ছাগল।
ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার রাদকারসবার্গ অঞ্চলে। গুন্থার হসার নামে এক লোক রাদকারসবার্গের নির্জন রাস্তায় গাড়ি নিয়ে যাবার সময় ছাগলটি হঠাৎ করে তার গাড়ির পথরোধ করে দাঁড়ায়।
এসময় গুন্থার গাড়ি থেকে নেমে ছাগলটিকে তাড়া করলে একসময় সেটি লাফ দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে। এরপর আর হাজার চেষ্টা করেও সেটিকে ওই ড্রোইভিং সিট থেকে নামানো যায়নি। শেষ পর্যন্ত গুন্থারকে পুলিশের দ্বারস্থ হতেই হয়। পুলিশ এসে রীতিমত অভিযান চালিয়ে শেষে ছাগলটিকে গাড়ি থেকে নামাতে সমর্থ হয়।
এ প্রসঙ্গে গুন্থার বলেন, “ছাগলটির কাণ্ড পুলিশকে জানালে তারা আমাকে বিশ্বাস নাও করতে পারে, তাই আমি ছবি তুলে রেখেছিলাম।
” ছাগলটি গুন্থারের গাড়ির ড্রিইভিং সিট খেয়ে ফেলেছে বলেও পুলিশের কাছে অভিযোগ করেছে সে।
বার্তা২৪ ডটনেট/এসএম/জিসা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।