কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রাবাহী বাস গোয়ালন্দ ফেরিঘাট পার হতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। যাত্রী ও পরিবহন চালকদের অভিযোগ, ঢাকায় মহাজোটের সমাবেশের উদ্দেশে রওনা হওয়া বাস ছাড়া অন্য কোনো পরিবহন ফেরিতে উঠছে না। ১৪ দলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ফেরিঘাট থেকে যাত্রীবাহী বাসগুলো ফেরত পাঠাচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।
আজ বুধবার সকাল সাড়ে আটটায় কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া শীতাতপ নিয়ন্ত্রিত এসবি সুপার ডিলাক্সের যাত্রী পলি খাতুন সাংবাদিকদের বলেন, তিনি খুবই অসুস্থ।
কালই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে অপারেশন হওয়ার কথা। সকাল সাড়ে আটটায় এসবি পরিবহনে উঠে গোয়ালন্দ ঘাটে পৌঁছলে তাঁদের বাস আটকে দেওয়া হয়। নিরুপায় হয়ে তাঁদের বাস ফিরে আসে কুষ্টিয়ায়।
এমন অভিযোগ মিষ্টি নামের আরেক যাত্রীরও। তিনি ঢাকাতে পড়াশোনা করেন।
জরুরি ভিত্তিতে আজই তাঁকে ঢাকা যেতে হবে। সকাল সাড়ে আটটায় এসবি পরিবহনে উঠেছিলেন। বাধার কারণে ঢাকায় পৌঁছতে পারেননি। তিনি বলেন, ‘সরকার আর বিরোধী দলের পাল্টাপাল্টি কর্মসূচিতে আমাদের মতো সাধারণ যাত্রীরা কেন ভুক্তভোগী হবে, এটা মোটেও প্রত্যাশা করি না। ’
এসবি সুপার ডিলাক্সের চালক খোকন বলেন, ‘আমার বাস আগে ঘাটের সামনে ছিল।
কিন্তু তার পরও আমাদের গাড়ি ফেরিতে উঠতে দেওয়া হয়নি। আমাদের গাড়ির সামনে কয়েকজন লাঠি নিয়ে দাঁড়িয়ে বলেছে, গাড়ি যদি এক পাও গড়াস, তোর কপালে মুশকিল আছে। পরে তাঁরা আমাদের গাড়ি ফেরিঘাট থেকে কুষ্টিয়ায় ফেরত পাঠিয়ে দেয়। ’
এসবি পরিবহনের কুষ্টিয়া কাউন্টার মাস্টার তারেক প্রথম আলো অনলাইনকে বলেন, ফেরত আসা গাড়ির তিনজনকে বিকেল সাড়ে তিনটার গাড়িতে ঢাকা পাঠানো হয়েছে। অন্যরা পরের দিনের টিকিট নিয়ে গেছে।
দেখুন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।