বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility একটু গাড়ি ক্রয় করার মনস্থির করেছি । অনেক আগে থেকে প্ল্যান প্রোগ্রাম ছিল । কিন্তু আর্থিক সংকটের কারনে সম্ভব হয় নাই ।
গরীবের ঘোড়া রোগ নয় । বরং বিশেষ কারন টপকাতেই এইটা সিলেক্ট করছি, অনেকটা বাধ্যতামূলকভাবে ।
আমি গাড়ি রাখা আর বৌ বিয়ে করা একই মনে করি ... আর ভুই তো মুই পাই এক্সিডেন্ট এর । তা না হলে এতদিনে ১টা গাড়ি আমার থাকত ও লাইসেন্স তো অবশ্যই ।
কেন রাখছি... বাবা মা + ছুটিতে সুলভে ও ক্ষেত্র বিশেষ দ্রুত নড়াচড়া করার সুবিধা । অন্তত সি এনজি সাহেবদের ক্যাচাল থেকে তো মুক্ত হতে পারব ।
আমি সর্বদার কায়িক পরিশ্রমকে প্রাধান্য দেই ।
যেহেতু আমি জগার না হলেও সু স্বাস্থ্যের জন্য কায়িক পরিশ্রমের বিনিময় কিছুই নেই । যেহেতু আমরা প্রযুক্তিগত সুবিধায় প্রায় আরামেই সব কাজ সেরে ফেলি ।
বটম পয়েন্টে যাই সরাসরি । ..
গাড়ি কিনতে গেলে সবাই অভিজ্ঞ মেকানিক সঙ্গে নিয়ে যেতে বলেন...
বুঝলাম তবে আমি নিজে থেকে বিশেষ কিছু সমস্যা আগে থেকে নোটিফাই করে রাখতে চাই । যেগুলো সচরাচর ব্যবহাকারী ছাড়া বা ভুক্তভোগী ছাড়া বুঝা দায় ।
আমার বাজেট ৩ । খুবই লো বাজেট । প্রয়োজনে সব ৩.৫০ তে শেষ করতে চাই । কারণ ৫০ হা. রেখে দিয়েছি একে রং বা হালকা মেরামত বা আপগ্রেড এর জন্য ও কাগুজে ঝামেলার জন্য । মোট হল ৪ এ আমি কাজটা শেষ করতে চাই ।
এসি,হিটার,অটো গিয়ার,কাচঁ সব ওকে, গিয়ার ওকে, ব্যাটারী ওকে, ইঞ্জিন ওকে, যেহেতু সেকেন্ড হ্যান্ড যতটা সম্ভব কম স্ক্র্যাচ সম্বলিত, চাকা সব ওকে,সিএনজি সুবিধা অপশনাল, তবে কাগজ পত্র ১০০% পরিষ্কার , দূরবর্তী ভ্রুমন বা লং ড্রাইভ এর জন্য উপযোগী । আর ৪-৫ বছর সুন্দর করে চালানো যাবে ।
আর আরেকটা কথা জরুরী ১ ল. চিপায় আছে যদি ৪ শেষ না করা যায় তবে ১ আরও যোগ করা যেতে পারে..... যদি চাহিদা পূরন সম্ভব না হয় । এইটা আবার আমার বিপদ আপদকালীন টাকা ।
আরে একে পুন:বিক্রয় করব ৫ বছর পরে তখন এর দাম কি রকম পড়ে যেতে পারে ?
আর ক্রয়ের পর একে ভাড়া দিয়ে রাখতে চাই কয়েক মাস এ থেকে কতটুকু ফায়দা হবে বা এর নিয়মকানুন গুলি কি ? এ থেকে কিছু আসলে বাড়াতে চাই ।
মানে এর থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে ধীরে ধীরে বড় করতে চাই আরেকটা ক্রয় করে । টেস্ট আর কি । আয় কতটুকু হতে পারে ?
আর ড্রাইভার এর খরচ কি রকম হতে পারে ? (বাসা ভাড়া ও খরচ সব সহ)
আর পুন:বিক্রয় করার জন্য কি ধরনের ব্যাপারে খেয়াল রাখতে হবে ?
আর যেহেতু ব্যবহারকৃত গাড়ি তাই এর বাতসরিক রিপেয়ার খরচ কত হতে পারে ?
এ নিয়ে একাধিক মন্তব্য ও পোষ্ট করেছি , কিন্তু মনমত হয় নাই । একটু মানষিক ভয় কাজ করছে ।
বহু কিপ্টামী করে এই টাকাটা সংরক্ষন করেছি ।
একে উপযুক্ত খাতে ব্যবস্থা করতে পারলে এর থেকে বাড়তি আয় আমাকে প্রেরনা যুগাবে নিজের অবস্থান পরিবর্তন করতে ।
উল্লেখ্য আমার নিজের ডিএসএলআর এই ডেস্কটপ, মোবাইল আর এন্ড্রয়িড নোটবুক ছাড়া কিছুই নাই ... যা গননা যোগ্য ।
পরিচিতরা নতুন ক্রয় করে তবে সেকেন্ড হ্যান্ড! হেহেহ তবে শোরুম থেকে... যদিও আমার এত সামর্থ্য নাই..
চেষ্টা করতে চাচ্ছি ।
উদাহরণ হিসেব
বডি টাইপ: সেলুন
ব্র্যান্ড: টয়োটা
কন্ডিশন: ব্যবহৃত
ফুয়েল টাইপ: পেট্রল
ট্রান্সমিশন: ম্যানুয়াল
ইঞ্জিন ক্ষমতা: 1500 সিসি
মাইলেজ: 219597 কিমি
মডেল: Corona select sallon
মডেল ইয়ার: 1990
এখানে মাইলেজ হ্যাক করা হয় কিনা বাংলাদেশে এইটা জানতে চাচ্ছি । আর গুগল বলে ১৫ হা বছর প্রতি মাইলেজ যোগ হতে পারে সর্বোচ্চ নির্ভর করে গাড়ির উপর ।
এখন মাইলেজ আর মডেল ইয়ার কতটুকু ডিসটেন্স হলে সুবিধা হবে ?
মানে ২০১৩ তে ২০ বছর পুরানো গাড়ি ক্রয় কি উচিত হবে ?
নাকি ১০ বা ৫ সাল পুরনো এর দিকে ঝুকতে হবে ?
তবে ৫ এর দিকে ঝুকলে দেখা যবে সেখানে মেজর মাত্র শুরু হচ্ছে, তাই নয় কি ?
একজন ব্লগার জানাল :
>গাড়িটা কত সিসি?
>সিএনজি করা আছে কিনা?
>সিএনজি কত দিন আগে এবং কোন কোম্পানি থেকে করা?
>কত লিটারের গ্যাস সিলিন্ডার লাগানো?
>ইঞ্জিনের কন্ডিশন কেমন?
>টায়ার, টিউব, ব্রেক, গিয়ার ইত্যাদি(এক সেট মানে ৪ টি টায়ার কিনতে গেলে কিন্তু প্রায় ২০/৩০ হাজার লাগতে পারে)
এগুলো দেখা জরুরী ।
টায়ার টিউব ব্রেক গিয়ার কতটুকু ভাল থাকতে হবে সেটা তো বুঝি না ।
ইঞ্জিনের কন্ডিশনা ১ম ঠিক থাকতে হবে । গাড়ি ভাঙ্গাচুড়া হোক হেহেহ
সি এনজি কত দিন বা পরে বা কোন কোম্পানীর সাথে সম্পর্কটা কি বুঝলাম না, সুবিধা বা অসুবিধাটা কি ?
কত লিটার গ্যাসের সুবিধা হলে লং ড্রাইভ এ সুবিধা হবে ?
আর গ্যাস সিলিন্ডারে সর্তকতা কি কি ?
টায়ার তো বহু রকম আছে এখন কথা হলা কোন ব্র্যান্ড এর বা টাইপের টা সঠিক হবে বাংলাদেশের রাস্তার জন্য ।
এখন কত সিসি হলে ধরুন ঢাকা টু চট্টগ্রাম বা দূরবর্তী ভ্রমন উপযোগী হবে ?
আমার জানা মত গাড়ির সিসি বৃদ্ধি পেলে এর ফুয়েল এর ব্যবহার বৃদ্ধি পায় বেশি ।
ঢাকাতে নড়াচড়ার জন্য অত দরকার নাই কিন্তু লং ড্রাইভে আমার প্রয়োজন ।
অনেক সময় দেখা যায় ইঞ্জিন গরম হয়ে যায় লং ড্রাইভে, বা ব্যাটারী নষ্ট হয়ে যায়, এসব থেকে বাচার উপায় খুজছি ।
আর বডি টাইপ গুলোর মধ্যে বাংলাদেশের উপযোগী কোনটি ?
আমার ৪ দরজার সম্বলিত ও পিছনে কিছু জায়গা আছে এরকম পছন্দ করি । তবে বড় না । দৈর্ঘ প্রস্থ অল্প হলে বেটার হয় উচ্চতা বৃদ্ধি পেলে সমস্যা নাই ।
৪ সিট তো থাকবেই তবে ৫ সিট হলে + পয়েন্ট হবে আমার জন্য ।
আমি চাইলে ব্যাপারটা মেকানিকের উপর ছেড়ে দিতে পারি, কিন্তু বিশ্বাস এর একটা ব্যাপার আছে । অভিজ্ঞতার ক্যাচাল আছে ।
আশা করি সহায়তা পাব ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।