কামনায় পৃথিবীর সকল সুন্দর দুচোখ মেলে দেখতে চাই সকলের অন্তর। গুগলের চালকবিহীন গাড়ি রাস্তায় চলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নেভাদা অঞ্চলের রাস্তায় এই স্বয়ংক্রিয় গাড়ি চলবে। এক খবরে বিবিসি জানিয়েছে, চালকবিহীন গাড়ি হিসেবে গুগলের প্রযুক্তিনির্ভর টয়োটা পাইরাস গাড়িটি রাস্তায় চলার অনুমতি পেয়েছে।
টয়োটা পাইরাস নামের এ চালকবিহীন গাড়ির ছাদে রয়েছে একটি ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর ও লেজার।
এই প্রযুক্তিগুলোর সাহায্যে আশপাশ থেকে গাড়িটি তথ্য সংগ্রহ করে ও সফটওয়্যারের সাহায্যে বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে।
গাড়ির এই প্রযুক্তি পরীক্ষা করে দেখেছে গুগল। গুগল জানিয়েছে, চালকবিহীন গাড়িটি এক লাখ ৪০ হাজার মাইল পথ পাড়ি দিলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।
এদিকে নেভাদার মোটরগাড়ি বিভাগের পরিচালক ব্রুস ব্রেসলো জানিয়েছেন, চালকবিহীন গাড়িই ভবিষ্যতের যানবাহন। নেভাদায় আইন পরিবর্তন করে এই গাড়ি রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়েছে।
লাল রঙের লাইসেন্স প্লেটে ইনফিনিটি চিহ্ন ও ০০১ সংখ্যা দিয়ে চিহ্নিত করা হবে চালকবিহীন এই গাড়িকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।