আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়ার আকাশে চালকবিহীন মার্কিন বিমান আর জাতিসংঘের মানবাধিকার



চালকবিহীন বিমান আর মানবাধিকার এ দুটো বিষয়ের মধ্য একটা ভাল মিল পাওয়া গেছে তা হল বাংলা মদের সাথে মদখোরের যে সম্পর্ক...!!!!!! খুব কষ্ট লাগে কি যে করি...?????? লিবিয়ায় গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক অভিযানে এবার যুক্ত হল চালকবিহীন মার্কিন বিমান প্রিডেটর। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এ কথা জানিয়েছেন। খবর বিবিসির। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, তাদের এ উদ্যোগ প্রেসিডেন্ট বারাক ওবামা অনুমোদন করেছেন। তিনি বলেন, ‘লিবিয়াতে সামরিক অভিযানে এটা আমাদের নির্ভুলতা নিশ্চিত করবে।

’ এ ধরনের বিমান পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে জঙ্গি দমনে অনেক আগে থেকেই ব্যবহার করা হচ্ছে। এ বিমান থেকে হামলায় পাকিস্তানের উপজাতীয় অঞ্চলে অনেক বেসামরিক লোক হত্যার অভিযোগ রয়েছে। গত ফেব্রুয়ারিতে কর্নেল গাদ্দাফির বাহিনীর বিরুদ্ধে পশ্চিমাদের সামরিক অভিযান শুরুর পর এই প্রথম এটি ব্যবহার করা হচ্ছে। তবে অভিযানে চালকবিহীন বিমান মোতায়েন করার লিবিয়াতে তাদের অভিযান আরও সম্প্রসারণ করবে কি না এমন সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন গেটস। তিনি জোর দিয়ে বলেন, লিবিয়ার মাটিতে স্থল অভিযান চালানোর কোনো পরিকল্পনা তাদের এখনো নেই।

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফসের ভাইস-চেয়ারম্যান জেনারেল জেমস কার্র্টরাইট বলেন, চালকবিহীন বিমানের প্রথম অভিযানটি তারা বৃহস্পতিবারেই শুরু করেন। তবে খারাপ আবহাওয়ার কারণে মিশন প্রত্যাহার করতে হয়। তিনি জানান, এ ধরনের বিমান সাধারণ জেট জঙ্গি বিমানের চেয়ে অনেক নিচ দিয়ে উড়তে পারে। এ দক্ষতার কারণে শত্রু-মিত্রের ট্যাংক চেনা সহজ হয়। তিউনিসিয়া সীমান্তের কাছে বৃহস্পতিবার একটি সেনাচৌকি দখলে নিয়েছে বিদ্রোহীরা।

বিদ্রোহীদের আক্রমণে টিকতে না পেরে চৌকিতে মোতায়েন গাদ্দাফির অনুগত বাহিনীর প্রায় ১০০ সেনা পালিয়ে তিউনিসিয়ার সীমান্তে আশ্রয় নেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.