আমাদের কথা খুঁজে নিন

   

চিলে কান নিয়েছে = মানবাধিকার গোল্লায় গিয়েছে।

জীবন অনেক সুন্দর, তবু অনিচ্ছাতে জীবনটাকে নষ্ট করে ফেলি। চিলে কান নিয়েছে, তার পেছনে সারা গ্রামের মানুষ ছুটছে চিলের পেছনে। কার কান নিয়েছে? তার কি অবস্থা? আসল-নকলের বাছ-বিচার নেই। আকাশের চিলেরে ধরতে হবে, তার কাছ থেকে কান ছিনিয়ে আনতে হবে, যার কান তাকে ফিরিয়ে দিতে হবে- অনেক কাজ বাকি। So do hurry,no worry . সবার সব কাজ ফেলে আসমানের চিলের পেছন ছোট, দম নেয়ার ফুসরতই মেলে না।

ব্লগার ধরেছে, মানবাধিকার লংঘন হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হয়েছে। স্বজাতীর শোকে অনেক মানুষ কাতর। কারণ এই ব্লগারগণ নাকি নাস্তিক !! নাস্তিকতা এক মহান মতবাদ, এ মতবাদ রক্ষা করতে হবে। ( কিন্তু বাংলাদেশে নাস্তিকতার বর্তমান সঙ্গা হচ্ছে ইসলাম বিরোধিতা) তাই তাদেরকে রক্ষা করতে হবে। কেউ ইসলাম সম্পর্কে একটু একরোখা কথা বললে সে জংগী, মৌলবাদী।

আর কেউ ইসলাম বিরোধি কিছু বললে সে সৃজনশীল, মননশীল!! সুতরাং এই মননশীলদের রক্ষা করতে হবে, এরা বাণী প্রচার করবে, (আর আমাদের তা মুগ্ধ হয়ে শুনতে হবে) এতে আমাদের জ্ঞানের পাল্লা ভারী হবে!!! ইসলাম বিরোধি, আল্লাহ বিরোধি কোনো কথার প্রতিবাদ করা যাবে না, কারণ এতে বাকস্বাধিনতার হরণ হবে। এদের বিরুদ্ধে কিছু করা যাবে না। মানুষের মৌলিক অধিকার ভ্রষ্ট হবে। তাই কে যেন ডাক দিয়েছে এদের রক্ষা করতে হবে, তাই শাহবাগ, ব্লগবাগ সব যায়গায় চিতকার হচ্ছে মানবাধিকার আর নাই, দেশ গোল্লায় গেছে। হুজুরেরা ১ দিন মিছিল করছে, আরেকদিন হরতাল দিছে, দেশ জংগী দিয়ে ভরে গেছে।

সুতরাং দেশ থেকে জংগিবাদ ধ্বংস করতে হবে। হুজুরগণ একদিন মতিঝিলের রাস্তা বন্ধ করছে, তাই দেশ শেষ, আর শাহবাগে মননশীল ব্যক্তিবর্গ মাসাধিককাল রাস্তা আটকাইল ঐটা কোন ব্যপারই না। ওরা হরতাল দিল সেইটায় দেশের ক্ষতি হয় না। ভাই রে চিলে কান নিয়েছে না, সেই কান তো বাঁচাতে হবে আগে, কার কান নিয়েছে, কেন নিয়েছে? - এই প্রশ্নের সময় কই? (ঐগুলো নিয়ে ভাবা মননশীল মানুষের কাজ, আপনি-আমি তো বিশিষ্ট ব্যক্তি না, আমাদের না ভাবতে হবে না। ) চলেন ভাই দেশ জংগি মুক্ত করি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.