আমাদের কথা খুঁজে নিন

   

চিলে / নিকানোর পাররা



লাতিনীয় কবি ভার্গাস ঝোসা মনে করতেন : আমাদের সমাজগুলোকে সচেতন করতে হবে। কারণ --- বাতিল বা স্বীকৃত, নির্যাতিত বা পুরস্কৃত___ লেখক নামের যোগ্য যে মানুষ, সে সবসময়ই মানুষের মুখে ছুঁড়ে মারবে তাদের দুর্দশা আর যণ্ত্রণারই অপ্রীতিকর অরুচিকর সব দৃশ্য।) প্রাসঙ্গিক বিবেচনায়, নজির হিসেবে, পাররার এই কবিতা : সান্তিয়াগো চিলের চাষিদের দেখে ভারি মজা লাগে শহরের মাঝখানে ব্যস্ত রাস্তাগুলোয় তারা আসে যায় কিংবা হনহন করে ছোটে শহরতলির রাস্তায়। কুঁচকানো ভুরু, ফ্যাকাসে, চিন্তিত, ভয়ে মরতে বসেছে যেন রাজনীতির কায়-কারবার যৌনতার ধরণ-ধারণ ধর্মের কাণ্ডকারখানা দেখে এটাই ধরে নিয়ে যে__ শহরটা আর তার লোকজন সবাই জীবিত : যদিও এটা প্রমাণিত যে লোকে এখনও জন্মায়নি আর খুব একটা দেরিও নেই সবকিছু তলিয়ে যেতে এবং সান্তিয়াগো চিলে আসলে একটা খা খা মরুভূমি। আমরা ভাবছি আমরা একটা দেশ আসল সত্য এই যে : আমরা একটা ল্যান্ডস্কেপও নই। ভাষান্তর @ ভা. হেনরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.