আমাদের কথা খুঁজে নিন

   

জীবন আর জগৎ ভীষন নিষ্ঠুর!!!!!!!

পারলে নিজেকে ইকারাকাস বানিয়ে ... “Viva board থেকে বের হয়ে চোখে পানি চলে এসেছিল,জানিস। জীবনের প্রথম চাকরির viva.” আমি জিজ্ঞাসা করেছিলাম ‘কেন,খারাপ হয়েছিল খুব? সব প্রশ্নের উওর দিতে পারিস নি? শুনে সাইমুম হাসল,বলল প্রশ্ন করেছিল মাত্র ২ টা। আমি সাইমুমের কথায় তেমন আগ্রহ দেখাচ্ছিলাম না,আমরা এতো পড়ে একটা পরীক্ষায় written এ টিকতে পারি না আর তুই ব্যাটা brilliant সত্য তাই বলে প্রথম interview তেই চাকরি পেয়ে যাস নি দেখে চোখের সরবত ফেলবি তা তো ঠিক না। কথায় বলে দোস্ত চাকরি না পেলে কষ্ট লাগে কিন্তু পেয়ে গেলে বেশি কষ্ট লাগে। সাইমুম আপন মনে বলে যাচ্ছিল, ‘গোঁফওয়ালা এক ভদ্রলোক ছিল viva board-এ, প্রথমে জিগেস করলো ‘সাইমুম’ মানে কি? বললাম সাইমুম মানে মরু-ঝড়।

তারপর ভদ্রলোক বললেন,দেখো বাবা তুমি written-এ খুব ভাল করেছো কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের elected candidates এর সংখ্যা বেশি হয়ে গেছে,এই অবস্থায় যদি তুমি লাখ তিনেক টাকা যোগাড় করতে পারো তাহলেই আমরা তোমার জন্য কিছু করতে পারবো। আমি বললাম,শালা ব্যাপক তো! তুই কী বললি? সাইমুম বলল, ‘কি আর বলব, বললাম যে গ্রামের বাড়ির জমি আর ভিটে-বাড়ি মিলে ৩ লাখ হয়ে যেতে পারে। কিন্তু university এর 1st class student হওয়ার যোগ্যতায় যে চাকরি পাবার নয় সে চাকরি করার ইচ্ছে আমার নেই। ’ তারপর ওকে কিছুটা সান্ত্বনা দিয়েছিলাম বলে মনে পড়ে। এই ঘটনার আজ প্রায় ১ বছর হয়ে গেছে।

হঠাত কয়দিন আগে দুপুরবেলা সাইমুমের হলরুম-মেটের ডাকে ঘুম ভাঙল, ‘কিরে, কি ব্যাপার?’ সে বলল যে সাইমুমের নামে আজ এতোদিন পর একটা চিঠি এসেছে। ‘কী সেটা?’ BDBL এর appointment latter. বলতে গিয়ে ছেলেটার চোখের কোণে জল চিকচিক করে গেল। ‘viva board committee-টা change হয়েছে শুনলাম’। আমি ভীসন হতভম্ব হয়ে বসে আছি। কি করবো এখন এই চিঠির! ছিড়ে ফেলে দেব, নাকি ছুটে গিয়ে সাইমুমকে বলব! পি.জি হাসপাতালের জীর্ণ বেডে শুয়ে এই নির্মম চিঠিটা আজ সাইমুমের বাঁচার আশাটাকে শুধুই উপহাস করবে।

জুনমাসের ৩ তারিখ জয়েনিং, সে পর্যন্ত কি সাইমুমের আয়ু রেখেছ খোদা? দূরারোগ্য Bone Tumor ধরা পড়ল, দ্রুত শরীরে ছড়িয়ে পড়ছে cancer এর বীজ। দু-দুবার ভুল treatment আর ১৫ লাখ টাকার তলোয়ার গলায় ঝুলিয়েও তোমার মন ভরে নি খোদা? এ তোমার কেমন বিচার! বন্ধুরা এটি কোনো গল্প নয়,র্দুভাগ্যজনক হলেও এটি একটি সত্য ঘটনা। সাইমুমকে সাহায্য করার ঠিকানা: sonali bank a/c no. 34065675 সাইমুম ০১৭২২৯৬৫৯৮০ , নুর ০১৬৭৫৫৭৯৯৫৭ ফেইসবুক থেকে প্রাপ্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.