আমাদের কথা খুঁজে নিন

   

নতুন উচ্চতায় বাংলাদেশ । তৈরি হচ্ছে বিদেশের জন্য প্রথম প্যাসেঞ্জার ফেরী (আপডেট)

পেশায় নাবিক নেশায় যাযাবর গত ৬ই মে বাংলাদেশের জাহাজ শিল্পের জন্য ছিল নতুন একটা মাইল ফলক। ডেনমার্কের জন্য তৈরি প্রথম ফেরিটি পানিতে ভাসান হল। গত শনিবার ফেরিটি কর্ণফুলী নদীতে ভাসানো হয় । ডেনমার্ক তথা ইউরোপের কোন দেশের জন্য এটাই হল প্রথম যাত্রীবাহী ফেরী যেটা ইউরোপের বাইরে তৈরি হল। ‘আইসেফ জডর্’ নামের এই জাহাজটি ড্যানিশ ফেরি অপারেটর হান্ডেস্টেড রোরভিগ ফেয়ারগেফার্ট নামের একটি প্রতিষ্ঠান ব্যবহার করবে।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আগামী জুনে রপ্তানি হবে ফেরিটি। জাহাজটির নির্মাণশৈলী, প্রকৌশলী ও কারিগরদের দক্ষতা এবং শিপইয়ার্ডের আন্তর্জাতিক মান দেখে ইউরোপীয় অর্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সন্তোষ প্রকাশ করেছে । আশা করা যায় অচিরেই বাংলাদেশ এরকম আর অনেক জাহাজের অর্ডার পাবে। জাহাজটি নিয়ে একটি লেখা দেবার পর অনেকেই পরবর্তী আপডেট চেয়ে ছিলেন । তাই সংক্ষিপ্ত পরিসরে আপডেট দিলাম ।

জাহাজটি তৈরির সাথে সংশ্লিষ্ট সবাই কে একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.