আমাদের কথা খুঁজে নিন

   

ভাদ্র মাইসা নেতা'র পরিচয় (তুলনামুলক)

নিয়তির উপড় ভরসা করে আছি , কখন ডাক আসবে জানিনা , ওয়েট করছি একটা গল্প বলি : ভাদ্র মাস এলেই যে জিনিসটা চোখে পড়ে বেশী সেটা হলো কুকুরের উপদ্রব ! তো সেই কুকুরের আত্নকাহিনী লেখার বড়ই শখ ছিলো আমার চাচাত ভাই মুর্শিদ মিয়ার , কিন্তু সমস্যা হইলো সে পড়া লেখা জানেনা এই ব্যাপারে তার আফসোস আর যায়না মাঝে মাঝে আক্ষেপ করে বলে যদি পড়া লেখা শিখতে পারতাম তবে নজরুল না হই রবীন্দ্রনাথ নিশ্চত হা হা হা হা , যাই হউক তার বলা আর এই আমার শ্রুতিলিপি , একটি মেদী কুকুর আর একটি পুরূষ কুকুর দুজন এর কথোপোকথন তুলে ধরছি ! এই রকম ,,, পুরুষ কুকুর মেদী কুকুরটাকে বলছে শুন ! ঐ যে জমি জিরাত দেখছিস ? সব আমার মেদী কুকুরটা বললো তো কি করবো তুর জমিন দিয়া ? আর ঐ বীজতলাটা দেখেছিস ? ঐ বীজতলার যত বীজ তা কয়েকদিন পর রোপন করব , তাতে অনেক ফসল হবে , সেই ফসলে তুই তোর ছেলে মেয়ে লইয়া সুখে থাকবি কোন অভাব তোর থাকবেনা , তুই সুখেই দিন পার করতে পারবি , আর কিছু ফসল বিক্রি করে তোর জন্য গয়না বানাইয়া দিবো ,, এই ভাবে পুরূষ কুকুরটি মেদী কুকুরটিকে স্বপ্ন দেখায় ! এক সময় মেদী কুকুরটি পুরুষ কুকুরটির মিষ্ঠি মিষ্ঠি কথায় ভূলে যায় ... সে স্বপ্নের ঘোরে পুরুষ কুকুরের প্রস্তাব এ রাজী হয়ে যায় ফলে দিন যায় মাস আসে এই করে আসে তার প্রসবের কাল এখন সে প্রসব বেদনা লইয়া , এ বাড়ী সে বাড়ী ঘুরে পুরুষ কুকুরের সন্দান পায়না , শেষ পর্যন্ত ঠাই হয় কোন বাড়ীর , খেরের ঝুপ এর নীচে , সেখানে সে বাচ্চা দেয় গুটা সাতেক এইবার বাচ্ছা লইয়া সে থাকে আতুর ঘরে , তখন ভাদ্র মাস্ও শেষ হইয়া যায় , যৌবনজ্বালা মিঠে যাবার পর কুকুরটা্ও নুয়ে পড়া দেহটা লইয়া , একটু মুখ লুকানোর জন্য ঐ খেরের ঝুপ এর নীচে জায়গা নেয় , মেদী কুকুরটার তার দিকে নজর পড়া মাত্রই চিৎকার দিয়া বলে উঠে এতোদিন তোমার খুজে কোথায় না আমি ঘুরেছি , তোমার দেখা না পাইয়া এই ঝুপের নীচে তোমার সন্তান জন্ম দিতে বাধ্য হয়েছি , এখন তুমি তোমার ছেলে মেয়ে নিয়া যা্ও ! কুকুর জবাব দেয় জুইতের সময় সবাই এই রকম কথা বলে , সময় ফুরাইয়া গেলে আর মনে থাকেনা , আর জমি জিরাত এই সকল আমার না শুধুই তোকে ভোগ করার জন্য মিথ্যা আশ্বাষ দিয়াছি !! মেদী কুকুর এখন সন্তান এর ভবিষৎ চিন্তায় অস্থির সাধারণ জনগন হইলো মেদী কুকুর আর এমপি মন্ত্রীরা বা রাজনৈতিক দলের নেতারা হইলো গল্পের পুরুষ কুকুরটার মতো বর্তমানে আমাদের অবস্থা এই ভাদ্র মাসের মেদী কুকুরের মতো - ---- যখন ভোটের সময় আসে তখন মিষ্ঠি মিষ্ঠি কথায় (এই দিবো সেই দিবো জাতীয়) ভুইলা গিয়া একটা শীল মাইরা দেই পাচ বছরের জন্য , প্রসব বেদনার জ্বালা বাড়াইবার আশায় ! প্রসব বেদনা লইয়া গেলে বলে সময় নাই পড়ে আইয়েন , পা্ঁচ বছরে আরো কয়েকবার আমরা প্রসব বেদনার জ্বালা লই কারন অভ্যাস হয়ে গেছে যে ! আবার মেয়াদ শেষ হইলে নতুন স্বপ্ন নিয়া আসে দিন বদল কইরা দিমু - " হাত দিয়া খাইতে হইবে না জাতীয় স্বপ্ন দেখায় স্বপ্ন বেপাড়ী রা , আমরা্ও স্বপ্নের জাল বুনি আবার ও একটা শীল মাইরা দেমু নে ! {গল্পকারক টা ছিলো কাল্পনিক , যদি ও অনেক শ্রদ্ধেয় নেতা আছেন আমাদের সমাজে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই } এই ভাদ্র মাইসা নেতাদের থেকে বাচাঁর এখনি সময় , নতুবা একটা যদি আবার গুম হয় তবে কতজন কে জীবন্ত পুড়ে মরতে হয় কে জানে !!! তাই হে কলম সৈনিক ধর তোমার কলম , হে লাঙ্গল শিল্পি তুলে ধরো তোমার অন্ন জোগাবার হাতিয়ার , হে মুজুর তুলে ধরো তোমার শ্রমের মর্যাদা কে , এই ধরনের জীবন্ত পুড়ে মরার চাইতে একবার্ ও কি চেষ্টা করে দেখবো না ! পারি কি না সত্যিকারের দিন বদল করতে পারি কি না ! না পারলে ক্ষতি কি এমন বেশী হবে প্রসব বেদনার চাইতে নিশ্চয়ই নয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.