রাসুল (সাঃ ) এর মৃত্যুর সময় সকল সাহাবী কাফের ছিলেন শুধু কয়েকজন ছাড়া। এটাই মুলত শিয়া ভণ্ডদের বিশ্বাস। সাহাবী( রাঃ) এর সাহাবীদের গাল মন্দ করা এবং তাদের কাফের সাব্যস্ত করা হোলও শিয়া ধর্মীও বিশ্বাসের অন্যতম নীতি। যেমন আল কুলাইনি" ফুরু" আল কাফি কিতাবে জাফারের উদ্রিতি দিয়ে বলেনঃ " রাসুল(সাঃ) এর মৃত্যুর পর তিন ব্যক্তি ব্যতিত সকল মানুষ মুরতাদ( কাফের) ছিল। আমি বললাম ঐ তিন ব্যক্তি কারা? জবাবে বলেন, মিকদাদ ইবন আস ওয়াদ, আবু জর গিফারি ও সাল্মান ফারসি" আল মাজলেসি" বেহারুল আন ওয়ার" গ্রন্থে উল্লেখ করেন যে, আলি ইবন হুসাইনের গলাম বলেন, আমি একদা একাকি অবস্থায় তাঁর সাথে ছিলাম, অতঃপর আমি তাকে বললাম, নিশ্চয়ই আপনার প্রতি আমার অধিকার আছে, আপনি কি আমাকে দুই ব্যক্তি তথা আবু বকর ও উমার সম্পর্কে বলবেন? তিনি বলেন তারা দুইজন ই কাফের এবং তাদের যারা ভাল বাশে তারাও কাফের।" বেহারুল আনোয়ার হচ্ছে শিয়াদের কিতাব। এটাই তাদের ধর্মীও বিশ্বাস। (আমরা যারা সাহাবীদের ভাল বাসি তারা বিশ্বাস করি আলি ইবন হুসাইন রাঃ এ সকল মিথ্যা ধারনা থেকে মুক্ত) বিঃ দ্রঃ ব্লগে অনেক শিয়া ব্লগার আছে, তাদের থেকে সাবধান শিয়াদের আরও জঘন্ন বিশ্বাস নিয়ে আরও পোস্ট হবে ইনশাআল্লাহ। আর বর্তমান ইরানের আসল চরিত্র উন্মচিত হবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।