আমাদের কথা খুঁজে নিন

   

হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞ্যনও প্রজুক্তি বিশ্যবিদ্দালয়



হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞ্যনও প্রজুক্তি বিশ্যবিদ্দালয় এ দুরনিত চরম পরযায়ে পৌছেছে। গবেষণার নামে টাকা আত্তসাত চলসছে। চলছে বি্যবিদ্দালয়ের সম্পত্তি আত্তসাৎ এর প্রতিজগিতা। বিভিন্ন গুরুত্তপুরন পদগুলোতে নিয়ম না মেনে চলছে লোক নিয়োগ। আর এ ক্ষেত্রে চলসছে চরম দুরনিতি।

বিশ্যবিদ্দালয়এ যে মানের সিক্ষক থাকা দরকার, সে মানের সিক্ষক নেই অনেক বিভাগে। আর এতে দুরভোগ পোহাতে হচছে ছাএদ্রদেরক। শ্রেণীকক্ষে নেই পরযাপ্ত কম্পিউটার , নেই পরযাপ্ত পরিমাণে ইন্টারনেট সংযোগ। পাঠাগারে রয়েসে বই এর তীব্র সঙ্কট। আর এসব নিয়ে কত্রিপক্কের কোন মাথা বাথা নেই।

কারনণ তারা রয়েছেন, টাকা উপারজনে ব্যাস্ত। আন্তঃকলহ এখানে অন্নতম একটি সমসসা। একই বিভাগের সিক্ষকদর মদধ্যে নেই কন আন্ত যোগাযোগ। এর ফলে আনেক কারযক্রম ঠিকমত চলছেনা। কয়েকজন শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে এর পিছনে মূল কারণ রাজনিতি ও দুরনিতি।

কারন যারা নতুন নিয়োগ পেয়েছেন, তাদের প্রত্যেকই প্রচুর পরিমাণে টাকা দিয়ে নিয়োগ পেয়েছে। আর তাই সেই টাকা উসুলের বাপারেই তাদের সব মনযোগ। এখানে আর একটি সমসসা আছে সেটি হছছে অভিজ্ঞ সিক্কষদের উপেক্ষা করা। দু একজন সিক্কষ অনেক পরিস্রম করে অনেক দুস্প্রাপ্প গাছ সংগ্রহ করেছেন। কিন্তু নতুন যারা এসেছেন, তাদের অনেকেই সে গাছের মুল্য বুঝতে না পেরে সেগুলোর কোন যতন নেন না।

তাই যে বিপুল পরিমানের দুরলভ গাছ ছিল, সেগুল আজ হুমকির মুখে। এবং কিছু গাছ ইতিমধেই মারা গেছে। এমনকি বৃক্ষ নিধনে দু একজন সিক্ষকও জরিত। কারণ তারা চান না যে বিশ্যবিদ্দালয় সবুজ হোক। এটা একটা রহস্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.