চন্দ্রঘোনা রাইখালী ইউনিয়নে ইউপি সদস্য মো. এনামুল হকের বাড়িতে গতকাল ওলকচু থেকে একটি ফুটন্ত লাল গোলাপ বের হয়েছে। ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়লে গোলাপ ফুলটি একনজর দেখার জন্য এলাকার শত শত লোক ইউপি সদস্যের বাড়িতে ছুটে আসেন। ওলকচু থেকে গোলাপের মত ফুল ফুটার বিষয়টি স্থানীয় রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান কর্মকর্তাকে জানানো হয়েছে। এনামুল হক মেম্বার বলেন, গত এক মাস আগে ৬ কেজি ওজনের ২টি কচু খাওয়ার জন্য রাইখালী বাজার থেকে কেনে। একটি কচু রান্না করা হয়। অন্য কচুটি খাটের নিচে রাখা হয়। গতকাল এনামুল হকের স্ত্রী কচুটি রান্না করতে গেলে দেখতে পান কচুর ভেতর থেকে লাল গোলাপের মতো কলি ফুটেছে। ফুলটি একটি পরিপূর্ণ লাল গোলাপ। গতকাল রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ওলকচু থেকে গোলাপ ফুলের মত বের হওয়ার বিষয়টি পরিদর্শন করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।