আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী নেতৃত্বের অদূরদর্শিতা এবং লেজে গোবরে সরকার

জামায়াত এবং হেফাজতকে নিয়ে নির্বাচনী হিসেব নিকেশ করতে যেয়েই সরকার লেজে গোবরে অবস্থা সৃষ্টি করেছে। জনমনে সন্দেহ, কাদের মোল্লার রায় ঘোষণার আগে আওয়ামীলীগ-জামায়াতের সাথে গোপণ আঁতাত (বিএনপি-কে বাইরে রেখে জামায়াত নির্বাচনে যাওয়ার প্রতিশ্রুতি) হয়ে গিয়েছিল। কিন্তু কাদের মোল্লার গুরু অপরাধে লঘু শাস্তির প্রেক্ষাপটে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টিতে সরকার পড়ে যায় বিপাকে। শুরু হয়ে যায় সহিংসতা। পরবর্তীতে হেফাজতকে নিয়েও নির্বাচনি হিসেব নিকেশ শুরু করে আওয়ামি লীগ ।

জনবিচ্ছিন্ন মাদ্রাসাভিত্তিক এ সংগঠনকে আস্কারা দিয়ে দেশে সাম্প্রদায়িকতার দিকে প্রায় ঠেলে দিয়েছিল। আওয়ামী লীগ ভেবেছিল হেফাজতের দাবিদাওয়ায় আশ্বাস দিয়ে বিএনপি/জামাত জোটের বিরূদ্ধে নিয়ে আসতে পারবে। কিন্তু হেফাজতিরা যা তাদের দাবিদাওয়ার প্রতি এতোটা অনমনীয় থাকবে তা আওয়ামীলীগ ভাবতে পারেনি। আওয়ামী নেতৃত্বের দূরদর্শিতার অভাবেই দেশে ঝরলো এত অনাকাঙ্খিত রক্তপাত। তবে আওয়ামী লীগের ব্যর্থতা যে বিএনপি-র জয়ের ডুগডুগি বাজছে এ ভাবনাটি বাতুলতা ।

বিশেষ করে রাজনীতিতে নতুন প্রজন্ম, যারা নির্বাচনী ফলাফলের নিয়ামক তারা এখন অনেকবেশী সচেতন। দুঃশাসনের বিষয়ে আওয়ামী লীগ, বিএনপি কেউ কারো থেকে পিছিয়ে নেই। নতুন প্রজন্ম আর ধানের শীষ কিংবা নৌকা দ্যাখে ভোট দিবে না। বরং তারা ভোট দিবে প্রার্থী দেখে। তাই আগামী নির্বাচনে যে দল তুলনামূলক সৎ লোককে প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে সেই দলেরই নির্বাচনে জয়ী হবে বলে ধারণা করা যায় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.