কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। "শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ" চিরন্তন সত্য একটি বাক্য। আজকে জন্ম নেয়া ছোট্ট শিশুটাই হয়তো আগামী দিনের বাংলাদেশ গঠনের নেতৃত্ব দিবে, তাই আমাদের দায়িত্ব তাদের তাদের সুস্থ মানসিক বিকাশের সকল পথ খুলে দেয়া এবং আমাদের বাঙ্গালী ঐতিহ্যকে তাদের সামনে তুলে ধরা যেন তারা শিকরের টান ভুলে না গিয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ গঠনে সঠিক ভুমিকা পালন করতে পারে।
কিন্তু খুবই দুঃখজনক হলেও সত্য যে, বিশেষ করে ঢাকা শহরের শিশুদের সঠিকভাবে বেড়ে উঠা দুরের কথা বরং তাদের ফেলে দেয়া হচ্ছে এক ধরনের যান্ত্রিক জীবনধারার মধ্যে। যেখানে তারা প্রতিনিয়তই সন্মুক্ষিন হচ্ছে নানা ধরনের প্রতিবন্ধকতার, তারা না পাচ্ছে খেলাধুলার জন্য একটুকরো সবুজ মাঠ না পাচ্ছে নিঃশ্বাস নেবার জন্য একটু সবুজ বাতাস।
আমাদের শৈশবের স্মৃতি তাদের কাছে এখন শুধুই "একদেশে ছিল এক রাজা-রানী" গল্পের মত। যান্ত্রিকতার এই বেড়াজালে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি , আমাদের মূল্যবোধ সবকিছুই আজ বিলীন হবার পথে। কিন্তু এই ঐতিহ্য বিলীন হবার আগেই আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য তা চারদিকে ছড়িয়ে দিয়ে আমাদের ঐতিহ্য, সংস্কৃতিকে বাচিয়ে রাখা।
সেই মূল্যবোধ থেকেই সেচ্ছাসেবী সংগঠন "সুখবর" এর তত্ত্বাবধানে আগামী ১১ মে, ২০১২ আমরা ঢাকার কিছু শিশুদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান "রঙ্গিন শৈশব" করতে যাচ্ছি। আমরা হয়তো একদিনেই সবকিছুর পরিবর্তন করতে পারবো না কিন্তু এই একদিনে হয়তো শিশুদের সাথে কিছুটা হলেও পরিচয় করিয়ে দিতে পারবো আমাদের ঐতিহ্য, সংস্কৃতির এবং কিছুটা হলেও ভুমিকা রাখতে পারবো শিশুদের সুস্থ মানসিক বিকাশে ।
অনুষ্ঠানের বিবরনঃ
তারিখঃ ১১ মে ২০১১
সময়ঃ সকাল ৯টা ৩০ থেকে বিকাল ৪টা ৩০
স্থানঃ সেইন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মাদপুর ঢাকা
অনুষ্ঠানসূচীঃ
কর্মশালা-- কাগজের খেলনা (অরিগ্যামি), পাতার খেলনা, কার্টুন আকা, ছবি আকা, সাইন্টিফিক এক্সপেরিমেন্ট, হেলথ ট্রেনিং, ঘুড়ি বানানো এবং ওড়ানো।
বিনোদন-- পুতুল নাচ, নাগরদোলা, হাওয়াই মিঠাই, যেমন খুশি তেমন সাজো (দেশীয় পোশাকে), বিস্কুট দৌড়, গান কবিতা ছড়া, বাদর নাচ
ব্লাড গ্রুপিং(সন্ধানী), হেলথ চেকআপ, বেসিক হেলথ ট্রেনিং (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
একজন বাচ্চার সাথে একজন অভিভাবক আসতে পারবেন, দুজনেরই খাবারের ব্যাবস্থা করা হবে।
বিশেষ অতিথিঃ আহসান হাবীব
মিডিয়া পার্টনারঃ সকালের খবর, রেডিও আহা, সুখবর২৪.কম
যোগাযোগঃ ০১৬৭০৯৭৪২৫৩
রেজিস্ট্রেশন ফিঃ ৫০০ টাকা (প্রতি বাচ্চা এবং তার সাথে একজন অভিভাবক এর জন্য)
রেজিস্ট্রেশন বুথ ঃ সেইন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মাদপুর,
অক্সফোর্ড ইন্টারন্যাশনার স্কুল (ধানমন্ডি ৯/এ), রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ৯ মে।
আপনাদের পরিচিত এমন আন্ডা বাচ্চা থাকলে তাদের অভিভাবকদের এই অনুষ্ঠানে আসার কথা বলতে পারেন। শহুরে জীবনে একটা দিন অন্তত আনন্দে কাটাক বাচ্চাগুলো।
ফেইসবুক ইভেন্ট লিঙ্কঃ
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।