আমাদের কথা খুঁজে নিন

   

অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৬

অনিশ্চিত ভবিষ্যতের পথপানে চেয়ে বসে আছি ১। আইনস্টাইন কে দেখছেন তো? এবার দশ ফিট পেছনে যেয়ে দেখুন তো মেরিলিন মনরোকে দেখা যায় কি না? ২। এই ভবনের সোজা বা উপর দিক কোনটা?..... ৩। মাঝখানের বৃত্তটি কি কাঁপে নাকি?...... ৪। নীল তুমি গেলে কই? মাঝখানের হলুদ কেন্দ্রটির দিকে কিছুক্ষণের মধ্যেই চারপাশের নীল বৃত্তগুলো ‘ভ্যানিশ’......... ৫।

লাল রেখাগুলো কি একটু বাঁকা লাগছে? আসলে কিন্তু পারফেক্ট স্ট্রেট লাইন....... ৬। আসল চক্কর এই ছবিতেই, বেশিক্ষন তাকালে মাথা ব্যথা হতে পারে ৭। আসলে কি একজন নারীর মাথার পার্শ্বদৃশ্য নাকি একজন এসকিমোর অন্ধকারের দিকে এগিয়ে চলা?...... ৮। একনাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, বৃত্তগুলো ঘুরছে কি?..... ৯। একনাগাড়ে তাকিয়ে থেকে দৃষ্টি ডানে-বামে করুন, ঘূর্ণন টের পাচ্ছেন?.... ১০।

নীচের লাল-হলুদের পাটির মাঝখানে আরেকটি বর্গাকার বক্স দেখা যাচ্ছে? এবার দৃষ্টিটা একটু ডানে-বামে করুন তো। মনে হবে ভেতরের বক্সটিও নড়চড়া করছে..... ১১। ধূসর একটি ছায়ার মাঝের এই কালো বিন্দুটির দিকে একনাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলে বিন্দুর চারপাশের ধূসর রংটি উধাও হয়ে যাবে......... ১২। সাদা-কালো বারগুলোকে বাঁকা মনে হচ্ছে? আসলে কিন্তু প্রত্যেকটি বার একেবারে নিখুঁত সোজা....... ১৩। নীচের ছবিটিতে লম্বালম্বি ও আড়াআড়ি রেখাগুলোর সংযোগস্থলের দিকে তাকিয়ে বলুন তো ওখানে আসলে সাদা নাকি কালো ছোট্ট বৃত্ত দেখা যায়?......... ১৪।

নীচের নেগেটিভ ছবিটির + চিহ্নটির দিকে একনাগাড়ে ৩০ সেকেন্ড তাকিয়ে থাকুন, এরপর চোখ সরিয়ে সাদা দেয়াল বা কম্পিউটারের স্ক্রিণের আশেপাশে দ্রুত পলক ফেলে কয়েকবার তাকান। ওবামার একটি হাসিমুখের ছবি দেখতে পাবেন, দৃষ্টি সরিয়ে অন্য দিকে তাকিয়ে পলক ফেলতে থাকলেও অনেকক্ষণ ধরে এই ঘটনা ঘটবে......... ১৫। একনাগাড়ে নিচের ছবিটির মাঝের বিন্দুটির দিকে তাকিয়ে থাকুন……আরে আরে! রংগুলো কই গেল?...... ১৬। নিচের ছবিগুলোতে কোন এনিমেশন নেই, তাও আপনাকে খুশী করবার জন্যই এরা নাচানাচি করেই চলেছে। একনাগাড়ে একটু তাকিয়ে থেকে দৃষ্টি একটু ডানে-বামে করলে দেখতে পাবেন এই নাচানাচি............ ১৭।

নীচের ছবিটির কেন্দ্রের বিন্দুটিতে তাকিয়ে আপনার মাথা সামনে-পেছনে করুন, বাইরের দুটো বৃত্তকে একে অপরের উল্টোদিকে ঘুরতে দেখবেন........ ১৮। একনাগাড়ে কিছুক্ষণ নীচের চারটি বৃত্তাকার ডিজাইনে তাকিয়ে থেকে একটা থেকে আরেকটিতে দৃষ্টি সরিয়ে নিন। কি মনে হয়? ১৯। দেখুন তো প্রথম দৃষ্টিতে নিচের লেখাটি পড়তে পারেন কি না? পারলেন না? এবার আপনার চোখদুটো প্রায় ৯০% বন্ধ করে পড়তে চেষ্টা করুন। নাহ্! যা পড়লেন, তাই সত্যি।

এক্ষুনি ডাক্তারের কাছে ছুটে যান। ২০। নিচের ছবিটি আমাদের একই শরীরে দুইয়ের বসবাসের কথা মনে করিয়ে দেয় – অনেকটা ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মত। বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগৃহীত। অনেকের হয়ত কিছু কিছু আগেই দেখা হয়ে থাকবে।

অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৫ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৪ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ৩ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ২ অপটিক্যাল ইলিউশন- চোখের ধাঁধা.... পর্ব ১  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.