আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ

পুরানো সেই দিনের কথা ভুলবে কেরে হায় ও সেই চোখের দেখা প্রানের কথা সেই কী ভুলা যায়. . গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে।। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে-পায়ে পায়ে ধরে মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে; যায় রে কোন্ চুলায় রে। ও যে কোন্ বাঁকে কী ধন দেখাবে, কোন্খানে কী দায় ঠেকাবে– কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।