স্বাগতম আমার ব্লগে গতকাল সন্ধ্যা। শুক্রাবাদ কাঁচাবাজারের কাছে একটা লাল গাড়ি হুস করে আমার পাশ কেটে একটু সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। গাড়ি থেকে নামলেন বছর তিরিশেক বয়সের এক মহিলা, সাথে চার-পাঁচ বছরের একটা ফুটফুটে বাচ্চা। হঠাৎ বাচ্চাটার হাত থেকে একটা কয়েন পরে গেল, ও কয়েন তুলে নিতে বসে পড়লো। হায় হায় করে উঠলেন মহিলা, 'ছিঃ বাবা! ওটা ধরো না, নোংরা!' বেচারা একপলক আবার দেখে মায়ের হাত ধরে উঠে চলে গেল। এগিয়ে গেলাম। পরে থাকা কয়েনটা ছিল পাঁচ টাকার! অবাক হয়ে গেলাম আমি! বাংলাদেশের মতো একটা দেশের প্রেক্ষাপটে পাঁচ টাকা ফেলে দেওয়ার বস্তু না। বুঝলাম যে ওটা নোংরা ছিল, ছোট শিশুর হাত দেওয়া উচিৎ না। ভদ্র মহিলা কি টাকাটা উঠিয়ে নিতে পারতেন না? এই শিশু কী শিখবে? পরিষ্কার-পরিচ্ছন্নতা নাকি অপচয়-অপব্যয়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।