সেইদিন বৈশাখী চ্যানেল এ ডেসটিনির মালিক রফিকুল আমীন আর রাহুল রাহা এর জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম। তিনি এমএলএম, নেটওয়ার্ক ব্যাবসা সম্পর্কে লেকচার দিচ্ছেন। তবে ২০ মিনিট ওনার অমূল্য কথাবানী শোনার পর আমার কান আর সহ্য করতে পারলো না।
অল্প দিনে বড়লোক করার লোভ দিয়েই আমাদের দেশের কিছু হাবলু পোলাপানদের টানছে। যারা মানুষের যোগ্যতা নিয়ে প্রশ্ন করে বলে “কি করবেন জীবনে, আমাদের দিন সামনে তখন শুধু হায় হায় করবেন দেরি করে জয়েন করার জন্য।
”
এই সব লোক ঢুকানো ব্যবসা পোলাপানের সৃজনশীলতাকে নষ্ট করছে। কাজ বাদ দিয়ে লোক ঢোকানোর চেষ্টা করে।
ভাই এদের সেমিনারে গেলে মনে হয় বড়লোক হওয়া এতো সহজ!!
কিসের ঘোড়ার ডিমের পড়াশোনা, কাজ।
খালি লোক ধরে এনে ঢুকাই আর পয়সা কামাই।
ওদের মত বলতে হয়,”আমিও ৩০ বছর বয়সে বউ নিয়ে ঘুরবো আর প্রতি সপ্তাহে গিয়ে টাকা তুলে নিয়ে আসবো।
”
আশ্চর্য্য লাগে তখন যখন পোলাপান কিছু না বুঝেই ইয়েস ইয়েস করে। হমম ভাই দেশ কয়দিন পর আমেরিকা হয়ে যাবে। নিজেরা কিছু উৎপন্ন করে না। সব বাইরে থেকে নিয়ে আসে।
আমার মনে হয় এদের জন্যই দেশে ডলারের এতো আকাল পড়ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।