আমাদের কথা খুঁজে নিন

   

আমজনতার বড়লোক হবার স্বপ্ন ও এমএলএম

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

আমাদের দেশে এমএলএম ব্যবসা অনেক দিন আগে থেকেই আছে। ইদানিং এর সাথে যুক্ত হয়েছে ডিজিটাল পদ্ধতি। সরকার এসবের বিরুদ্ধে শুধুমাত্র সাবধানতা উল্লেখ করেই দায়িত্ব সেরে ফেলছেন। কিন্তু কিছু আম জনতা কেন কমসময়ে ধনী হবার এ সুযোগ হাতছাড়া করবে? আমাদের দেশে এখন শিক্ষিত-অশিক্ষিত, জানা-অজানা অনেকেই শেয়ার ব্যবসা করেন। যারা শেয়ার ব্যবসা করেন তারা ব্রোকার হাউজে যেয়ে স্ক্রীনের দিকে তাকিয়ে থাকেন।

যখন স্ক্রীনে দেখেন নিজের শেয়ারের দাম বাড়ছে তখন সেটি বিক্রীকরে দেন। অতএব কম্পিউটার স্ক্রীনের দিকে তাকিয়ে থাকলে শেয়ারের দাম বাড়ে এটি জানা গেল। আবার শেয়ার মার্কেট তো শুধুমাত্র কয়েকঘন্টা খোলা থাকে। যেকোন জায়গা থেকে কম্পিউটারে শেয়ার দাম বাড়ার খবর দেখা যায় না। (স্টক একচেন্জের ওয়েবের খবর অনেকেই জানেননা) আর ইউনিপে, টিভিআই এক্সপ্রেস এসব কোম্পানীর সদস্য হলে কোন ব্রকারেজ হাউজে যাওয়া লাগবে না।

যেকোন জায়গায় বসে কম্পিউটারে নিজের শেয়ারের দামের খোজ নেয়া যাবে এবং নিশ্চিৎভাবে দাম বাড়বেই। অতএব এখনকার ডিজিটাল যুগে ইউনিপে, টিভিআই জাতীয় কোম্পানীতে বিনিয়োগ করতে সমস্যা কোথায়। তাইতো মানুষ দলে দলে এসব কোম্পানীতে বিনিয়োগ করছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।