চট্টগ্রামে রেলের দরপত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে শিশুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪৪ জনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম লুত্ফুল মজিদ। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী।
বাকি আসামিরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাঁদের রিমান্ডে না নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে। গতকাল সোমবার রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেন।
মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সহসম্পাদক সাইফুল আলম লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত ৩৫ জন আসামি পলাতক।
রেলওয়ে পূর্বাঞ্চলের দরপত্র জমা দেওয়া নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে সিআরবির সাতরাস্তার মোড়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম লিমন ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরীর সহযোগীদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আট বছরের শিশু আরমান হোসেন ও যুবলীগের সদস্য সাজু পালিতের মৃত্যু হয়।
ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে লিমনকে বহিষ্কার করা হয়।
আরও জানতে ক্লিক করুন.........
চট্টগ্রামে গুলিতে নিহত ২, লিমনকে স্থায়ীভাবে বহিষ্কার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।