নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন রাত ১ টা পর্যন্ত খেয়াল ছিলনা যে আজ গোছল করা হয়নি । কেউ বলার নেই, দেখারও নেই । বন্ধু রুবেলের পচানিতে সম্বিত ফিরে পেলাম । যে আমি কিনা একবার হাত ধুলেও ডেটল সাবান ছাড়া ধুই না, সেই আমার গায়ে দুর্গন্ধ! আসলেই তো! আমিতো আজ গোছলই করিনি! এতটা বেখেয়ালি, অন্যমনস্ক আর সবকিছুর প্রতি উদাসীন ছিলাম না কোনদিন । নিজেকেই নিজের অচেনা লাগে । আয়নার সামনে দাঁড়িয়ে নিজের এক অন্যরকম সত্ত্বা খুঁজে পাই, অবাক হয়ে লক্ষ্য করি সেখানে এক অন্য "আমি" দাঁড়িয়ে আছে । বড়ই অচেনা সেই "আমি" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।