আমাদের কথা খুঁজে নিন

   

"অচেনা পথ"

দুঃখের মাঝে জন্ম আমার পাইনি সুখের সাড়া, দুঃখ আমার জীবন সাথী আমি সর্বহারা।...

"অচেনা পথ" জানিনা কতদুর,আর কতদুর___ যেতে হবে একা একা জানিনা কবে পাবো,ভালবাসার দেখা। দিন আসে, দিন যায় সময়ের চাকা ঘুরছে___ স্বপ্নমালার ফুলগুলো একে একে ঝড়ে পরছে ।। নিয়তি! তাকে কবেই নিয়েছি মেনে, তবু কেন এই মন,সাজায় নতুন স্বপন আধাঁরের মাঝে আলোর ঠিকানা খুজে... হারিয়ে যায় বেদনার অরণ্যে ।। ক্লান্ত চরণ আজো চলে সেই ভুলে আসা পথে কখনো বা চোরাবালি ভরা মায়ার ফাঁদে..... মানুষের মতো বেচেঁ থাকার এ কেমন অপরাধ ? সেই অধিকার থেকে আমারি নামটা সবার আগে হয়ে যায় বাদ ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।