আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা আমি

আপনাকে এই জানা আমার ফুরাবে না আমার মধ্যে দুতিনটে সমূদ্র, ঢেউয়ের মাতলামিতে ভরা, নোনা হাওয়ায় ঝাপসা দুচোখ, নির্জন সৈকতে আমার একার যাতায়াত, আমার মধ্যে সমূদ্রের জল নীল, গভীর অতলে শুধুই অন্ধকার। আমি মাপিনি তার বিস্তৃতি, শুধু দেখেছি দিগন্তে জলের রেখা। আমার মধ্যে হাজার সুনামি, ক্ষতবিক্ষত করে দুপার ভাঙে, রক্ত মিশে সমূদ্রের রঙ লাল, কখনও শান্ত, কখনও বা বিষ নীলে মৃত্যু চোখ রাঙায়। আমার মধ্যে আগ্নেয়গিরি কতো লাভা উদগিরণে ¬, দূরে দেখা যায় সমূদ্রের জলে ধোঁয়া আবার বিস্ফোরণে। আমার প্রাণে এমন কতো কি ঘটে কতো সময়ে অসময়ে, তখন কেন যেন তোমায় দেখেতে ইচ্ছে করে। কত সময়ে আমার মনের কথা গুলো ঘূর্ণি ঝড়ে ঘোরে, ঢেউয়ের সাথে অনুভবের রাশি মনের মাঝে আছড়ে পড়ে। তখন কেন যেন মনে হয়, ইশ্ তোমায় যদি বলতে পারতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।