ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা সামুতে মুক্ত চেতনার উন্মেষ দিনে দিনে দগ্ধ হয়ে উঠছে। সময়ের পরিক্রমায় কিছু সিন্ডিকেট ব্লগার তা করছে অসহনীয়। সামুতে যখন কোন লিখা তাদের বিরুদ্ধে যায় তারা তখন সেই ব্লগারকে বিভিন্ন ধরনের অশালীন মন্তব্য করে নিরুসাহী করে তোলে।
অনেক ব্লগার নিজের একাধিক একাউন্ট থেকে একই ধাচের মন্তব্য করে ব্লগারকে নাজেহাল করে। আমরা চাই সামুতে আরো বেশি বেশি ক্রিয়েটিভ লেখকের জন্ম হউক।
কিন্তু যখন কোন লেখায় তাদের হিতে বিপরীত হয় তখন নাম-স্বর্বশ ব্লগাররা সেটা করে তোলে অশ্রবণীয়। আমার প্রশ্ন হচ্ছে কেন তারা এই পথে গমন করছে? তাদের কে উচিত নয় যে অন্যদের ব্যক্তিগত আক্রমন থেকে বিরত থাকা।
আমি বুধবার একটা লেখা লিখেছিলাম বেনামী(কাপুরুষ ) ব্লগারদের স্বনামে ফিরে আশার জন্য। কিন্তু তারা আমার ওই লেখায় সিন্ডিকেট ভাবে একই রকম মন্তব্য করে গিয়েছে। লিংক
Click This Link
যদিও আমি বলেছি কোন বেনামী ব্লগার আমার ওই লেখায় মন্তব্য করবেন না কিন্তু তারা সেইটাকে নিজের ক্রান্তময় করে তুলেছে।
কিন্তু কেন তারা এই ধরনের কাজে লিপ্ত। নাকি অন্যদের সামু থেকে বিরত রাখার চেষ্টা। ধিক এই সব কাপুরুষিত মনোভাবের ব্লগারদের। তাদের নিছক মন্তব্যেতে হয়ত কোন কোন লিখা লেখকরা ভিন্নমত পোষণ করলেও আমার ক্ষেত্রে ব্যতিক্রম। আমি আমার স্বনাম দিয়ে েএইসব বেনামী ব্লগারদের লুলায় ফেলে আমার লেখনি আমি চালিয়ে যাব।
প্রিয় বেনামী ব্লগার আমি এই লিখাতেও আপনাদের কমেন্ট দিতে নিষেধ করছি। আপনারা যেভাবে একজন ব্লগারকে আজে-বাজে কথা বলছেন তাতে আপনাদের হিউম্যানিটি নিয়ে আমার মাঝে মাঝে প্রশ্নের উদ্যেগ হয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।