ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা আজ ব্লগার শ্রদ্ধীয় আবু সুফিয়ান ডয়েচে ভেলের সেরা ব্লগার প্রতিযোগিতায় তার বাংলা ব্লগ পুরস্কার পেয়েছে। অনেক উচ্ছ্বাস ময় দিন এটি। আর এই দিনে আমি আমাদের স-শ্রদ্ধীয় কিছূ ব্লগার (কাপুরুষ যারা নিজের নাম কে বিকৃতি করে.-----আকাশপাতা, লতা, জলকণা, আগুন, মুভি, ইলুসুন, আরও কতো কি) বলতে চাই আপনাদের জন্য আমি কয়েকদিন আগে একটা ব্লগ লিখেছিলাম স্বনামে ব্লগ লিখতে। কিন্তু আপনাদের মন্তব্য দেখে আমার মনে হয়েছে আপনারা সেটা ভালোভাবে নেননি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আজ দু’চোখে আঙ্গুল লাগিয়ে দেখুন আবু সুফিয়ানকে, আসিফ মহিউদ্দিনকে।
তারা স্বনামে ব্লগ লিখে সেই খেতাব অর্জন করেছে যেখানে আপনাদের ভাষায় হবে নিছক একটা ধাঁধা। আসলে বলতে গেলে আমি দোষী হয়ে যাব। তবুও বলছি সত্যি সবসময় সত্য মিথ্যার আশ্রয় নিয়ে কেউ এই পৃথিবীতে সফলতা পায়নি আপনাদের মতো কিছু কাপুরুষিত মনোভাবের মানুষের কারনে স্বাধীন-মতামত ধর্ষিত।
হয়তো অনেক নিন্দুক বলবেন ‘’মিয়া আমি যে নামে লিখি তাতে কি আমি তো ভাল লিখছি’’। সরকারের কাছে রুষ্ট না হওয়ার জন্য ছদ্মনাম ধারন করেছি।
হ্যা তাদেরকে বলছি’’যেখানে আপনার নাম প্রকাশে স্বাধীনতা আনতে পারছেন না সেখানে আপনি কতটা মঙ্গলজনক লেখা উপহার দিতে পারেন। পদ্দার আড়াল থেকে নাটক মঞ্চায়িত করার চেয়ে দর্শক সেজে সেটা উপভোগ করা বেশ শ্রেয়।
আসিফ মহিউদ্দিনকে পুলিশ তোলে নিয়ে গিয়েছিল কিন্তু রাখতে পারেনি। কিন্তু আপনাদের মতো বেনামী ব্লগরাকে কোনদিন ধরবে না এটা ভাবেন না। আর আপনাকে যদি আপনার মুল্যবান প্রতিবাদী লেখার জন্য যদি র্যাব-পুলিশ গুম করে তখন আপনার করার সুচণীয় অবস্তা থাকবেন।
স্পষ্টভাষি শত্রু নির্বাক বন্ধু অপেক্ষা অনেক প্রিয়।
তাই আপনাদের কে বলছি নিজের বাবা-মার কষ্টে দেয়া নামটি নিয়ে ধারালো অস্ত্রের মতো লেখা উপহার দিন।
আপনাদের ফিউশন ফাইভ হওয়ার দরকার নাই, কলিম উদ্দিন কিংবা হাফিজ নাম দিয়ে ফিরে আসুন আসল চেহারায়।
জানি অনেক বিদ্বেষী কথা বলে ফেলছি তবুও আপনাদের কে বলছি আমার মতামত পছন্দ না হলে কোন ব্যক্তিগত আক্রমনাত্বক মন্তব্য করা থেকে বিরত থাকবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।