আমাদের কথা খুঁজে নিন

   

বেনামী আস্পর্ধা!

আপাততঃ খই ভাজি...

খুব দক্ষ তঞ্চকের মত সুখ চুরি করে নিতে চাই। চারধারে অজস্র সুখী মানুষের হাসিমুখ দেখলে আমার ক্রোধ জেগে উঠে। সবকয়টা অভিনেতার হাসিমুখে সূচালো বেয়নেট ঢুকিয়ে দিতে ইচ্ছা করে খুব। আমি মানি না ঝড়ো বর্ষার রাতে ফুটপাতের ছাপরাঘরে কোন শিশু কাঁদে, এক থালা ভাতের জন্য বৃদ্ধা কেউ দুয়ারে ফেরে, মানি না প্রতিদিন আমার গলির মোড়ে যে অন্ধ ভিখারিটিকে আমি অবলীলায় অতিক্রম করে যাই। এক মুহূর্তের জন্যও আমি ওদের অস্তিত্ব স্বীকার করি না। আমার নগরীর নোংরা বাতাস থেকে যে অক্সিজেনটুকু প্রতিনিয়ত অকৃতজ্ঞের মত গ্রহণ করি তা আর কারো নয়। মানি না আমি, একদম না। সুখী কোলাহলে সেই নোংরা অন্ধ ভিখারী কিংবা শিশুটিকে দেখলে আমার খুন করে ফেলতে ইচ্ছা করে। সুখতঞ্চকের ভ্রুকুঞ্চন আমার সহ্য হয় না একটুও। চুলোয় যাক সব সুখী ভিখারীর দল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.