G ............................... Em7 রাতকে বলি চোখ বুজে তুই থাক G ................................ Em7 যে আসে যায় চমকে সে না যাক G ................................ Em7 রাতকে বলি রাতে আসে কে Cadd9 ...................... Dsus4 সাবধানী চোখ রাতকে বলি যে Cadd9 ...................... Dsus4 অনেক দিনের অনেক পরিচয়ে Cadd9 ...................... Dsus4 আধফোঁটা ঘুম আধেক জাগা নিয়ে Cadd9 ....................... Dsus4 চোখ খুলে দেখি কেউ নেই, কেউ নেই । G ... Dsus4 ... Cadd9 ধরতে গিয়ে হেরে গেছি G ... Dsus4 ... Cadd9 দেখতে গিয়ে থেমে গেছি G ... Dusu4 ... Cadd9 ... G হাত বাড়ালে নেই কেউ নেই, একা নিজে । Em7 ...... Dsus4 লোকে বলে স্বপ্নকে জোছনা বিহার Cadd9 ...... Dsus4 জোছনা কণা রাত্রি উজার Em7 ...... Dsus4 আমি বলি এ বেলা চন্দ্র বিহার Cadd9 ...... Dsus4 ............... G স্বপ্নে ছুরি চোখে আঁধার । G .................................. Em7 আয় রাত আয় রাতের মত রাত G ............................. Em7 জোছনা জোছনার মত হাত G ................................... Em7 সাত-পাঁচ ভেবে কে কবে এখানে আসে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।