গাঢ় হলুদ জোছনায় বসে আছি আশ্চর্য এক বিষন্নতায়, চারিদিক সুনসান,শব্দহীন। ঝিঁঝিঁরা থেমে আছে, মনে হয় সেই সাথে সময়ও। জগতটাকে ভৌতিক লাগে, অশরীরি এক ভাল লাগা থেকে প্রচন্ড ইচ্ছে হয় হারিয়ে যাই, জোছনার স্রোতে গা ভাসাই। ইচ্ছে করে হিমু হতে, ভরা জোছনায় চলে যাব কোনো এক নিঝুম বনে, জোছনা গায়ে মাখব, আনমনে হাসব। নিজেকে বিলিয়ে দেব জোছনায়। আচ্ছ জোছনা কি আমায় চায় ? সে কাকে দেখে? কেউ কি কথা দিয়েছিল তাকে থাকবে প্রতীক্ষায়? জোছনা কি তাকেই খুজে ফিরে? পায়না খুজে, তাই বারবার ফিরে ফিরে আসে। তার বিষন্নতা ছড়িয়ে দেয় আমার মাঝে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।