আমাদের কথা খুঁজে নিন

   

সত্যিই অবাক : সুনামীতে ভাসিয়ে নিয়ে যাওয়া মটর সাইকেল পাওয়া গেল কানাডায়

আসলে কি না হতে পারে- প্রকৃতিতে । আর একটি সুনামীর তীব্রতা কতো যে একটি মটর সাইকেলকে নিয়ে গেল হাজার হাজার কিলোমিটার দূরে। আসলে বিস্ময় । জাপানে গত বছরের ভয়াবহ সুনামির আঘাতে হারিয়ে যাওয়া একটি হারলি-ডেভিডসন মোটরসাইকেল কানাডায় পাওয়া গেছে। জাপানের গণমাধ্যম এ খবর দিয়েছে।

কানাডার যে দ্বীপে মোটরসাইকেলটিকে খুঁজে পাওয়া গেছে তার দূরত্ব জাপান থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার। এভাবে যদি হারিয়ে যাওয়া প্রিয়জনদের মানুষ ফেরত পেত কতই না ভালো হতো ! জাপানের ফুজি টিভি জানিয়েছে, মোটরসাইকেলটিকে একটি সাদা রঙের বিশাল কন্টেইনারের মধ্যে পাওয়া গেছে। আর মালিক ইয়োকোয়ামাকে পাওয়া গেছে লাইসেন্স প্লেটের নাম্বার ধরে খুঁজে। যখন প্রিয় মোটর সাইকেলের ছবি ইয়োকোয়ামাকে দেখানো হয় তখন তিনি আনন্দে চিৎকার করে বলে ওঠেন-" এটা নিঃসন্দেহে আমার। তবে এ তো দেখছি একটা অলৌকিক ঘটনা।

" গত বছর ১১ মার্চের ভয়াবহ ওই সুনামির আঘাতে ইয়োকোয়ামা তার পরিবারের তিন সদস্যকে হারান। তিনি এখন একটা অস্থায়ী ঘরে বসবাস করেন। পিটার মার্ক নামে কানাডার এক ব্যক্তি সমুদ্রোপকূলের কাছে ওই বিশাল সাদা কন্টেইনারটি দেখতে পেয়েছিলেন। এ সম্পর্কে তিনি জাপানের ফুজি টিভিকে জানিয়েছেন, "আমি বিশ্বাস করতে পারছিলাম না যে, এ ধরনের কোনো কিছু প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে এতদূরে আসতে পারে। #  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।