আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিবিদদের হাত থেকে দেশের জনগনকে বাচানোর জন্য আইন দরকার ।

জীবন চলা মানে প্রতিক্ষন জীবনান্তের দিকে এগিয়ে চলা দেশ চালান রাজনীতিবিদরা তা সরকারি হোক আর বিরোধীই হোক আমরাই ভোট দিয়ে ওনাদের সংসদে পাঠাই । তারপর আমাদের আর কোনো দাম থাকেনা, আমরা ব্লাডি জনগন । সমস্ত আইন আমাদের জন্য প্রযোজ্য এবং ওনারা সমস্ত আইনের উর্ধ্বে । আরও লাভের গুড় হিসেবে শুল্কমুক্ত গাড়ী এবং ৩০০ সিএফটি(মনেহয়) কাঠ নেন কোন লাজ বা লজ্জা বোধ ছাড়াই। সেক্ষেত্রে আমাদেরই বা লজ্জার দায় থাকে কেন ? কিন্তু আমরা পারিনা আমাদের লজ্জা লাগে ।

অবশ্য এটাও একটা শিক্ষা 'নির্লজ্জ না হলে রাজনীতি করা যাবেনা । ' এই রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আমাদের জিম্মী করে রাজনীতি করেন। আমাদের ধন সম্পদের ক্ষতি করেন, এর জন্য এনাদের কোন দায় নেই, জবাবদিহিতাও নেই, নেই কোন দুঃখবোধও। সেজন্যই আইন দরকার । কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক কর্মসূচিতে যদি জনগনের কোন সম্পদ ধ্বংস হয় (সরকারী গাড়ীও জনগনের সম্পদ) তাহলে সেই দলের প্রধানকে সেই সম্পদের ক্ষতিপুরন দিতে হবে।

জনগনের কাঠগড়ায় তিনিই হবেন প্রধান আসামী। ওনাকেই বাস,কার,রিক্সা,সিএনজি এর মূল্য পরিশোধ করতে হবে । কাউকে মেরে ফেললে বা কারো মৃত্যু হলে তার পরিবারকে আজীবন ভরন পোষনের খরচ দিতে হবে । কারো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে সেটার উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে । এগুলো আদায় করার জন্য আইনজীবী সমন্বয়ে একটি নাগরিক কমিটি গঠন করতে হবে ।

এগুলো আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ঐ রাজনৈতিক দলের রেজিষ্ট্রেশন স্থগিত রাখবেন, ফলে ক্ষতিপূরন না পাওয়া পর্যন্ত তাদের রাজনীতি করা বন্ধ থাকবে । এরকম না হলে এনারা জনগনের ক্ষতি করে জনগনকে জিম্মী করেই রাজনীতি করতে থাকবেন, কোন জবাবদিহীতা ছাড়াই এবং এরকমই করে আসছেন । এখন সময় হয়েছে জনতার আদালতে জনতার কাঠগড়ায় তাদের দাড় করাবার । এরকম না করলে আমরা দেশের জনগন কখনোই দেশের মালিক হোতে পারবোনা না । সুতরাং জনগনের অধিকার রক্ষা করার জন্য আইন করার দাবীর স্বপক্ষে সোৎচ্চার হোন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.