প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী ২০১০ সালের ১৯ জানুয়ারি মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, ২০০৯ সালের ১৭ ডিসেম্বর আমার দেশ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও বর্তমান সরকারের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বিনা দরপত্রে একটি কাজ মার্কিন কোম্পানি শেভরনকে পাইয়ে দিতে ৫ মিলিয়ন ডলার টাকা ঘুষ নিয়েছেন। বাদী দাবি করেছিলেন, অভিযোগটি মিথ্যা ও কাল্পনিক। এ সংবাদ প্রকাশের ফলে তার মানহানি ঘটেছে। কিন্তু আদালত তার মামলাটি খারিজ করে দিয়েছে। এ থেকে কি বুঝা যায় বলুন তো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।