আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে রাজনীতিবিদদের কোরবানী প্রতিযোগীতা

একজন খেটে খাওয়া-শ্রমজীবী মানুষ। নিজের অধিকারের কথা বলতে চাই ও অন্যের শুনতে চাই। তাই বলে দেশ, দেশের মাটি, আলো-বাতাশ ও মানুষকে বাদ দিয়ে নয়।

চট্টগ্রামে রাজনীতিবিদদের কোরবানী প্রতিযোগীতা পিটিবি নিউজ ২০ নভেম্বর: ঈদুল আজহাকে কেন্দ্র করে বাণিজ্যনগরী চট্টগ্রাম রাজনৈতিক নেতা-কর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছিল। ভিআইপি নেতারা কে কতো পশু কোরবানি দিয়ে নেতাকর্মীদের তুষ্ট করতে পারেন-এমনটা দেখা গেছে ¶মতাসীন ও বিরোধীদলীয় নেতাদের মাঝে।

বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবার কোরবানী দিয়েছেন পাঁচটি গরু। রাউজানের গহিরায় ঈদ উদযাপন এবং কোরবাণী দেয়া হলেও দলীয় নেতা-কর্মীদের জন্য প্রতিবছর তিনি পাঁচলাইশস্থ ভিআইপি টাওয়ারে নিজ বাসভবনে মেজবানের আয়োজন করেন। এবার তাঁর মেজবানে হাজার খানেক সমর্থক-শুভানুধ্যায়ীকে খাওয়ানো হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারেও ঈদের খাবারের আয়োজন করা হয় বলে জানিয়েছেন নোমান অনুসারীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী তাঁর রাউজানের গহিরাস্থ বাড়ি এবং নির্বাচনী এলাকা ফটিকছড়িসহ নগরীর গুডস হিলস্থ বাসভবনে কোরবানী দিয়েছেন ২০টি গরু ও দুই ছাগল।

এ উপল¶ে সাকা তাঁর অনুসারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের দাওয়াত দিয়েছিলেন। নির্বাচনী এলাকায় সাকার সমর্থকদের আয়োজনে কোরবানী দেয়া হয় এবং গহিরায় মেজবানের আয়োজন করা হয়। চট্টগ্রাম চে¤^ার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি ও বন্দর-পতেঙ্গা আসনের সরকার দলীয় সাংসদ এম এ লতিফ ১২টি গরু কোরবানী দিয়েছেন এবারের ঈদে। ঈদুল আজহার প্রথম ও দ্বিতীয় দিনে গোসাইলডাঙ্গা, মাঝিরঘাট এবং ইপিজেড এলাকার ২০ সহস্রাধিক গার্মেন্টস শ্রমিক ও অন্যান্য শ্রমজীবীদের জন্য তিনি এ উপল¶ে খাবারের আয়োজন করেন। সাংসদ লতিফ বলেন, মেহনতি মানুষের জন্য রাজনীতি করি বলেই তাদের নিয়ে কোরবানীর ঈদ উদযাপন করছি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী তাঁর ষোলশহরের চশমাহিলস্থ বাসভবনে তিনটি গরু কোরবানী দিয়েছেন। কোরবানীর দাওয়াতে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মহানগর আওয়ামী লীগের সদস্য আ জ ম নাছির উদ্দিনও এবার দুটি গরু কোরবানী দিয়েছেন। তাঁর দাওয়াতে অংশ নেন আইন কলেজ, সিটি কলেজ, এমইএস কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলমের দ¶িণ কাট্টলীস্থ বাসভবনে ঈদুল আযহায় ১২টি গরু কোরবানী দেয়া হয়েছে।

এ উপল¶ে আয়োজিত মেজবানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মোস্তফা-হাকিম গ্রæপের কর্মকর্তাসহ বিভিন্ন শি¶া প্রতিষ্ঠান ও কারখানার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী পাঁচটি গরু কোরবানী দিয়েছেন। তিনি বলেন, দলের নেতাকর্মীসহ সকলকে ঈদুল আজহার দাওয়াত দেয়া হয়েছিল। আওয়ামী লীগ দলীয় সাংসদ এবং প্রাথমিক ও গণশি¶া মন্ত্রী ডা. আফসারুল আমিনের কাট্টলীর বাড়িতে চারটি গরু কোরবানী দেয়া হয়। তিনি ঈদের দিন ও তার পরেরদিন প্রায় হাজার খানেক অতিথিকে আপ্যায়ন করেন।

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্বাচনী এলাকা রাঙ্গুনীয়ায় এবার তিনটি গরু কোরবানী দেয়া হয় এবং এলাকায় তাঁর কর্মী-সমর্থকদের খাওয়ানো হয়। এছাড়া তাঁর ঢাকাস্থ বাসভবনেও পৃথক কোরবানীর আয়োজন করা হয় বলে জানা গেছে। হাটহাজারী থেকে নির্বাচিত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সৌজন্যে এবার পাঁচটি গরু কোরবানী দেয়া হয়। তিনি এই কোরবানীর মাংস তাঁর সমর্থক ও কর্মীদের খাওয়ানোর আয়োজন করেন। নগর জাতীয় পার্টির আহবায়ক সোলায়মান আলম শেঠ পাঁচটি গরু কোরবানী দিয়ে নগরীর চকবাজারস্থ বাসভবনে সমর্থকদের মেজবান খাইয়েছেন।

আনোয়ারার সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু চার লাখ ২৫ হাজার টাকায় চারটি গরু এবং তাঁর পুত্র সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরো দুটি গরু কিনে নগরী এবং নির্বাচনী এলাকায় মেজবান দেন। মিরেশ্বরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনটি গরু, জাসদ কার্যকরী কমিটির সভাপতি ও বোয়ালখালীর সাংসদ মঈনউদ্দিন খান বাদল দুটি গরু, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন দুটি গরু, মহিলা সাংসদ চেমন আরা তৈয়ব দুটি, সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সালাম সাতটি গরু, পিএইচপি গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব সুফী মিজানুর রহমান পাঁচটি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের চান্দগাঁওস্থ বাসা ও নির্বাচনী এলাকা বোয়ালখালীতে তিনটি গরু কোরবানী দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়া কোতোয়ালী আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি ছয়টি গরু তাঁর চান্দগাঁও’র বাসভবনে কোরবানী দিয়ে মেজবানের আয়োজন করেন। ঈদের দিন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ একসঙ্গে ঈদের নামাজ আদায় শেষে মন্ত্রী আফসারুল আমিন, আবদুল্লাহ আল নোমান, মীর নাছির, মেয়র মনজুর আলম, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সোলায়মান শেঠ, ইনামুল হক দানু, মোসলেম উদ্দিন আহমদ, সুফী মিজানুর রহমান ও ডা. শাহাদাত হোসেন একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ঈদের দাওয়াত দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.