আমাদের কথা খুঁজে নিন

   

খোলা জানালায় দাঁড়িয়ে সুদূর আকাশ থেকে কিছু রং এনে দাওনা।

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না। ঠিক সন্ধ্যায় খোলা জানালায় বসে আছি একা। ১১ তলায় । লিলুয়া বাতাসে আমার চুল গুলো উড়ছে হাতে সিগারেট। রমনা পার্ক এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে।

যেন সবুজের সমারোহ। কত সুন্দর করে গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে পাশে উঁচু উঁচু দালান। মনে হচ্ছে গ্রীক সাম্রাজ্য । ভিউ টা এতই সুন্দর মাতাল করা। আস্তে আস্তে সন্ধ্যা শেষ হয়ে রাতের আকাশের চাঁদটাকে স্পষ্ট দেখা যাচ্ছে।

সুদূর পানে সুখ তারা গুলো মিটিমিটি হাসছে। রাত বাড়ার সাথে সাথে আমিও হারিয়ে যাচ্ছি ভাবনার গভীরে যেখানে আমার আর মনকুমারীর বসবাস। অন্ধকারে চটপটিয়ে তোমায় নিয়ে গল্প লিখার চেষ্টা করছি বারবার। অ্যাশ-ট্রেতে বাড়ছে শুধু সিগারেটের ছাই। তুমি আমার রাত জাগা সুখ তারা।

আমি কেন পাইনা ছুঁতে তোমায়? একলা লাগে ভীষণ। তাই তোমার ছবি গুলো খুলে দেখি আর আমি হারিয়ে যাই তোমার গভীরে। মনটা বিষণ্ণ হয়ে উঠে। শ্রাবণ এসে যেভাবে ভরে দিয়ে যাই তৃষিত নদীর বুক। তেমন শ্রাবণ হয়ে তুমি কি পারনা ভরে যেতে এই মন? তাহলে প্রতিদন কেন আমি হচ্ছি নিখোঁজ।

শুধু কথা আর গানের সুরে কেটে যাই আমার রাত। কোন অজানা ভালো লাগার খোঁজে নিজে নিজে কথা বলা। এই নির্জন পথটা চলার পথে আমার স্বপ্ন গুলো ঝরা পাতার মত যদি মাটিতে না পরে আকাশে উড়ত তবে কি বেশি ক্ষতি হত। হইত আমার স্বপ্ন গুলো সব সত্যি হত জীবনটা চলত নৌকার পালে ভেসে ভেসে। হঠাৎ জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো চোখে এসে পরে।

আমার চোখ খুলে যাই। এলোমেলো ভাবনা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম চলে আসলো ঠিক বুঝে উঠতে পারলাম না। জানালার ফাঁক দিয়ে উদীয়মান সূর্যের দিকে তাকালাম। সূর্য তার কৃষ্ণলাল রূপ দিয়ে পুরো আকাশটাকে রঙ্গিন করে তুল্য। আমার হিংসা হল।

তুমি যদি আমার সাদামাটা এই জীবনে সুদূর আকাশ থেকে কিছু রং এনে আমার জীবনকে করতে রঙিন। তবে কি তা আমার ভুল চাওয়া হত? ......................................................................................................................... বি.দ্র :- লেখাটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত ভাবের বহিঃপ্রকাশ। খারাপ লাগলে ক্ষমা করবেন। বেশি গুছিয়ে লিখতে পারিনি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।