কাল রাতে গুম হলো কারুজ্জামান রতন। ডিবি, পুলিশ কেউ তার হদিস জানে না। অথচ নিয়ে যাওয়ার সময় তাকে ডিবি পরিচয় দিয়েই নিয়ে যাওয়া হয়েছে। এতদিন অনেকেই অনেক কথা বলে আওয়ামী সরকারেরর উপর ঝাল মিটিয়েছেন। কিন্তু এই ঘটনার পর কারো কিছু বলার ভাষা আছে বলে আমি ব্যাক্তিগত ভাবে মনে করছি না।
কি বলব আমি? আমার বিশ্বাস করতে কষ্ট হয়, আমি এক জন স্বাধীন দেশের নাগরিক। একি হচ্ছে দেশে। আমি নিজ চোখে বাকশাল এর কর্যক্রম দেখিনি। কিন্তু আমার মনে হচ্ছে এটা বাকশালিদের চেয়েও ভয়ংকর। কারন তখন বাংলাদেশে শিক্ষার হার ছিলো কম।
মিডিয়া ছিলোনা। পত্রিকা ছিলো না বেশি। তাই সহজেই সাধারন জনগন কে এড়িয়ে যেতে পেরেছেন আমাদের তত্বকালীন মহামান্য রাষ্ঠপতি। কিন্তু এখন এত সব মিডিয়া,পত্রিকা, শিক্ষার হার বেড়েছে অনেক। আর এত সব কিছুর মাঝ দিয়েই আমাদের নরক্ষেক সরকার চালিয়ে যাচ্ছে তার প্রতি রাতে একটি করে মানুষের রক্ত পান করা।
আর তার জন্য নাকি কাজ করছে আমাদের পাশ্ববর্তী দেশের স্পেশাল ব্রান্সের লোক। তারাই নাকি প্রশিক্ষন দিচ্ছে আমাদের ছাত্রলীগ নামধারি নরপিশাচ গুলোকে। তাদের শ্লোগান হল প্রতি রাতে একটি করে বিএনপি ধর। তারপর মনের আনন্দে রক্ত পান কর। তাই ডিবি নাম ধরে এসে তারাই নাকি চালাচ্ছে এই কর্মকান্ড।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।