আমাদের কথা খুঁজে নিন

   

বাংলায় যদি সায়রী হতো-- তবে

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

১. শরীরের প্রতি মোহ-ই তুই, যখন প্রেমের কথা কেন বলিস। অন্তর তোর নাস্তিক যখন বিশ্বাস/ইবাদাতের খুতবা কেন বলিস। কাটা লাইন তোর রাহ্ যখন জীবন-মরণে দ্বীনের পথে কেন চলিস প্রনয়ের চটি তোর দর্শন যখন অমর প্রেমের কথা কেন বলিস। ২. আকাশ পথে উড়ছে যে মুক্তি তাকে থামাবে কোন পূজারী/পীর বা মৌলভী, কানের পাশে পারমানবিক ফাটিয়েও, তাকে জাগানো যাবে না যার শরীর/নয়নই নয়, জ্ঞানে ও দর্শনে ছায়ে সুপ্তি। ৩. তোমায় দেখি, আর দেখতেই থাকি যেন সব ছবি হয়ে যায়, থেমে যায় যত গতি। গাড়ি, ট্রেন, মানুষ সব থেমে যায় তুমি ফুল হয়ে যাও আর আমি প্রজাপতি। বাকি সব ছবি হয়ে যায়, দাস যায় পৃথিবী তোমায় দেখি, গলতে থাকে আবেগের রথী-মহারথী তুমি হাসো, আমি হাসি, তুমি দেখ, আমি দেখি আমি আর আমি থাকি না, তুমি হয়ে যাই যেন তোমারই প্রতিচ্ছবি। তোমায় দেখি, দেখতেই থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.