সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ...
ফেব্রুয়ারি মাস আসলেই চারিদিক যেন উৎসবে ভরে উঠে । কিসের উন্মাদনায় যেন রক্ত নৃত্য করে । এই মাস আমাদের ত্যাগের মাস, এই মাস অধিকার ছিনিয়ে আনার শিক্ষা দেয়। এটা আমাদের মহান ভাষার মাস , বর্ণমালার মাস , একুশের মাস। মহান একুশে বই মেলার মধ্য দিয়ে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরন করি আমাদের ভাষা শহিদদের ।
যারা আমার মায়ের মুখের ভাষাকে লুন্ঠিত হতে দেয়নি। নিজের প্রানকে তুচ্ছ জ্ঞান করে , আত্বাহুতির বিনিময়ে ছিনিয়ে এনেছে আমাদের বাংলা ভাষা কে। কালের প্রবাহে যা আজ পৌঁছে গেছে বিশ্ব দরবারে। বাংলা ভাষা অর্জনের ইতিহাস থেকেই সৃষ্টি হয়েছে "বিশ্ব মাতৃভাষা দিবস"। যা বিশ্ব আজ গভীর শ্রদ্ধাভরে পালন করছে।
কিন্তূ যে ভাষার জন্য এতো আত্বাহূতি , ত্যাগ সেই ভাষার যেন কোন অপব্যবহার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আজ কাল বানান ভুলের আধিক্য দেখলে আতংকিত হতে হয়। চারিদিকে ভুল বানান গুলো দাঁতের নিচে বালি পড়ার মত অস্বস্তি লাগে। বানান ভুলের প্রাবল্য কমানোর চেষ্টা করতে হবে। সে দিন এক ব্লগার টেলিভিশন পর্দার বানান ভুলের এটা তালিকা প্রকাশ করেছিলেন , যা ছিল সত্যি খুবি দু;খজনক।
লাখ লাখ দর্শক যেখানে লিখা গুলো দেখছে সেখানে এমন অবমাননা জনক পরিস্থিতি মেনে নেওয়া কষ্টকর। টেলিভিশন কর্তৃপক্ষ একটু সজাগ দৃষ্টি রাখলে মনে হয় এমন হয়না।
আরেকটা বিষয়, রক্ত দিয়ে কেনা বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষা মিশিয়ে কথা বলাকে মনে হয় অনেকেই সপ্রতিভতা বলে ভাবেন। আজ কালকার ছেলে মেয়েদের মধ্যে এর আধিক্য চোখে পড়ার মত। অনুষ্ঠান উপস্থাপকেরা প্রতিনিয়ত বলে চলেছেন, ডিয়ার ভিউয়ারস্ ,এখন দেখবেন আপনাদের ফেবারিট প্রোগ্রাম............... অনেকে আছেন , যারা সাক্ষাৎকার দেন এবং অভ্যাস বসত: হোক আর যেভাবেই হোক বলেন, "আমরা ভাত খাব বাট চোখ বন্ধ করে খাবনা, বিকজ চোখ বন্ধ করে ইট করলে থ্রোটে কাঁটা বিদ্ধতে পারে, সো, আমাদের উচিত আইজ ওয়াইড ওপেন রাখা।
" (সংগৃহীত)। তাদের কাছে বিনীত প্রার্থনা, দয়া করে হয় পুরো বাক্য বাংলায় বলুন নয়তো পুরো বাক্য ইংরেজিতে বলুন। আমরা একটু সচেতন হলে কি আমরা এগুলো এড়িয়ে চলতে পারিনা ?
আসুন আমরা আমাদের ভাষার চেতনায় এগিয়ে আসি। সবাইকে মহান ভাষা দিবসের শুভেচ্ছা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।