আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন । ......এন্ড অব দ্যা ডে, সবাই এক ঘাটে গিয়াই পানি খায় । মাঝে শুধু পানি ঘোলা বানায় ! একটার এনকাইউনটার ইস্যু আরেকটা দাড়িয়ে যায় ! বিধিবাম, হলে যা হয় ! আমরা যেকোনো মার্কেটিং বা আন্তর্জাতিক আদলে অনুষ্ঠানে গেলে সামনে চলে আসে মালোশিয়ার কথা ... অনেকটা সেই খাঁজ কাটা কুমিরের ন্যায় গল্প ! বাস্তবিক অর্থে সত্য হল, মালোশিয়া এখনও বাংলাদেশ থেকে অনেক দিক দিয়ে পিছিয়ে আছে !
তবে, তারা যে দিক দিয়ে এগিয়ে আছে সেটা হল ঐক্যমত ! তারা কেবল এক ঐক্যমতের কারণে অনেক দূর এগিয়ে গেছে ! প্রতিবছরে, মালোশিয়া থেকে দেশ বিদেশের প্রায় ২৩ হাজার ছাত্র ছাত্রী আন্তর্জাতিক মানের রিসার্চ পেপার জামা দিয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে ।
আর আমাদের, সবই তোঁ আপনার জানা ! এটাও জেনে থাকবেন, জাপান যখন পূর্ণ গঠিত হচ্ছিল তখন তারা তাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ছিল । যাতে, অন্তত সেই সব তরুণদের পিছিয়ে পড়তে না হয় । এইসব আষাঢ়ের বুলি আবার মনে করিয়ে দেওয়া আর কি ?
আমরাও পিছিয়ে নেই আমরা এগিয়ে আছি -- সেটা হল, আপনি যাই বলবেন, এটা আমাদের মতের সাথে সাংঘর্ষিক ! বাংলার ১৬ কোটি মানুষ এটা প্রত্যাখ্যান করেছে ! বিলম্ব না করে, এনকাইউনটার দাড়িয়ে যায়, ছাগলের তিন নাম্বার বাচ্চা যা করে আর কি? বুঝুক আর নাই বুঝুক... ১৬ কোটি মানুষ আমাদের রায় দিয়েছে ! সমস্যার পিঠে দানা বাঁধে সমস্যা । সব কথার শেষ কথা ভোটের রাজনীতি ! আর বিতর্ক বলেন আর বিরোধিতা বলেন, ডিম আগে না মুরগি আগে , এই ধূম্র জালের ও শেষ নেই । দেশের তোঁ একটা সমস্যা নেই, হাজারো সমস্যা ! প্রতিটা নতুন সরকার এলেই নতুন ইস্যু দিয়ে ৪ /৫ বছর শেষ হয় ! খাম্বা ইস্যু, কনকো- ফিলিপস ইস্যু, কানসাট ইস্যু, কালো বিড়াল সুরঞ্জিত বাবু ইস্যু, পদ্মা সেতু ইস্যু, শেয়ার বাজার, বিডিআর হামলা, সাগর রুনি ইস্যু, ইস্যুর পিঠে ইস্যু তৈরি হবে, টিস্যু দিয়ে শুধু তখন মুখই মুছবেন ! ঐক্যমতে পৌছাতে পারবেন না !
আমাদের দেশের বুদ্ধিজীবীরা আরও বড় ___________( ড্যাশ ) ! সুবিধাভোগী, এয়া-নাফসি এয়া-নাফসি তে বিশ্বাসী ! কয়দিন পর পর যে রাজনৈতিক শো-ডাউন হচ্ছে ।
আওয়ামীলীগ / জামাত / বিএনপি বলেন ...কারা মারা যাচ্ছে ? -সাধারণ মানুষ ! ভোগান্তি কার ?- যে কিনা তারা সজন হারিয়েছে ! আওয়ামীলীগ / জামাত / বিএনপি – এরা কোন দেশের লোক ? – বাংলাদেশের । ঐক্যমতে পৌছাতে সমস্যা কৈ ?- সমস্যা একটা “ চিয়ার / মসনদ / গদি / ” । এখানেও ইস্যু, কে বড় মুজিব নাকি জিয়া ! সরল সমীকরণ, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত এক শ্রেষ্ঠ নেতা এবং মেজর জিয়া আধুনিক বাংলাদেশের রূপকার মানতেই হবে । আসেন জামাত ইস্যুতে, ৪২ বছর অতিবাহিত হতে লাগল আমাদের স্বাধীনতার ! তাদ্বের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম এখন বাংলাদেশেরই নাগরিক । উন্নয়ন করতে হলে সকলকে নিয়েই উন্নয়নের হাতিয়ার ধরতে হবে ।
কাউকে বাদ দিয়ে নয় ! এবার আসি , হুসেইন মুহাম্মদ এরশাদ, জাতীয় পার্টি ! এই ব্যাক্তিটি মহান কারণ, এই লোকের আমলে যত ইউন্নয়ন হয়েছে অন্য কোন সরকারের আমলে হয়নি ! একজন মানুষের ব্যাক্তিগত ইস্যুকে রাজনৈতিক ইস্যু বানানো আমি মনে করি না উচিত ! দেশের নেতৃত্বে তিনি কতটা সফল এটাই এর মান দণ্ড হওয়া উচিত । অনেকে উনাকাকে বেহায়া/ স্বৈরাচার বললে জোশ পান । যিনি বলেন, কারণ উনি তোঁ, কোন সুবিধা হয়ত তার কাছ থেকে পান নি ।
যা বলছিলাম, ইস্যু ! এর সমাধান কেবল আমরাই পারি । কোন বুদ্ধিজীবীর আর দ্বারস্থ নয়, কোন নেতার আর মিষ্টি কথায় নয় ।
আমরা যদি, সমকালীন সাংঘ্রশিক ইস্যুতে আগ্রহ না দেখাই/ আজে বাজে কথা কম বলি , তবেই হয়ত সম্ভব ! আজ জাতি কয়েকভাগে বিভক্ত। সত্য হল , দেশ কিন্তু কয়েকটা ব্যবসায়িক পরিবারের কাছে জিম্মি । তারাই কলকাঠি নাড়ে ।
ফেইসবুকে আর গালাগালি করে মন ভরছে না । স্থায়ী সমাধান চাই ! আপনাদের চোখের সামনে একের পর এক ইস্যু চলে আসছে ।
এর প্রধান কারণ, হল আমাদের বড় দুই দলের ঐক্যমতে পৌঁছানো । আমরা যে যেই দলের আদর্শের অনুসারী হই না কেন , আসুন আমরা এবার তাদের বাধ্য করি ঐক্যমতে পৌছাতে। আমি আপনি জাগলে বাকিরা ঠিকই জাগবে । আমার দেশ, আমার ভাগ্য অন্যর দ্বারা আর নির্দেশিত হতে দেওয়া যায় না ।
সকল যাবতীয় অতীত পুরান / কিংবা নতুন ইস্যুর ইস্তেফা দেন ।
যার যার রাজনৈতিক মতাদর্শের নেতাদের বাধ্য করেন । দুই নেত্রীকে দেশ গঠনে এগিয়ে আসতে । আমার দেশ, আমরাই এগিয়ে নিয়ে যাব !
যাবতীয় চিন্তা দর্শন একান্তই আমার । তাপরেও, অনেকের ভাল না লাগতেও পারে। তাদের জন্য দুঃখ ছাড়া আমার দেওয়ার কিছুই নেই আজ আমার ! জয় বাংলা ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।