আমি জানি আমার শেষ কোথায় ; যেখানে আমার শুরু শাহবাগ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক গল্প অনেক গুজব হচ্ছে। একটা সত্য, ন্যায্য ও বাঙ্গালীর প্রানের দাবির আন্দোলন কে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। এতদিন পর পুরো জাতি একটা ইস্যুতে এক হয়েছে। এই দাবি, এই আন্দোলন কি আলোর মুখ দেখবে না। কেন কিছু ভণ্ড, সুবিধা লোভী এই আন্দোলনকে নষ্ট করবে???
আমি আওয়ামী লীগ বুজি না আমি বিনপি বুজি না আমি শুধু ওই হারামজাদাদের ফাসি চাই।
আমার আর কিছু চাওয়ার নাই।
আমি ৫২ দেখি নাই আমি ৭১ দেখি নাই। কিন্তু শাহবাগ এ গিয়ে যে উত্তেজনা, যে আকাঙ্খা, যে দেশপ্রেম, যে উৎসাহ পেয়েছি তা কোন মতেই ৭১ এর চেয়ে কম না। একটি দাবি নিয়ে এসেছি। রাজাকার এর লাশ চাই ।
ফাসি ওদের জন্য অনেক কম শাস্তি।
শেষে একটা কথা বলতে চাই। যারা আওয়ামী লীগ, বিনপি এবং জামাত করেন
" আপনার মা র সাথে কেও যদি বেয়াদবি করে, ধর্ষণ করে, অত্যাচার করে, নির্যাতন করে. সব শেষে আপনার চোখের সামনে আপনার মা কে খুন করে তখন আপনার ক্যামন লাগবে??????????
বাংলাদেশ আমার কাছে মার সমান। "
আর বাংলাদেশ এর সাথে যারাই এমন করবে ওদের কোন ক্ষমা নেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।