আমাদের কথা খুঁজে নিন

   

দেশটা কাদের??

বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। ভাই ও বোনেরা, বাংলাদেশের লোকসংখ্যা ১৬ কোটিরও বেশি। ১৬ কোটি মানুষেরা নানান দলে বিভক্ত- নানান মতাদর্শে বিশ্বাসী। এ ওরে দোষ দেয়, সে তারে দোষ দেয়। সবাই আজ পর্যন্ত কোন বিষয়ে একমত হইতে পারলো না।

এমন কি মুক্তিযুদ্ধ নিয়েও না। এখন দেশে বড় ক্যাচাল বাধছে সংবিধান নিয়ে। এ বলে আমার মতানুসারে সংবিধান করতে হবে সে বলে তার মতানুসারে সংবিধান করতে হবে। আবার সংবিধান করার কথা জনগণের মতানুসারে। কেউ কয় বিসমিল্লাহ্‌ রাখতে হবে কেউ বলে বিসমিল্লাহ্‌ রাখলে বঙ্গবন্ধুর সম্মান থাকবে না।

কোনটা সমর্থন করবো?? সবাইতো বাংলাদেশের নাগরিক। (এখানেও অবশ্য ভিন্নমত আছে- এক পক্ষ অন্যপক্ষকে বাংলাদেশের নাগরিক কইতেও নারাজ- নিজের মত না মানলে তাকে রাজাকার টাইপ কিছু একটা বলে দেয়া হচ্ছে)। ভাই, দেশের নাগরিক আসলে কারা একটু বলে দেবেন?? দেশটা আসলে কাদের? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।