গতকালের প্রথম আলোতে পাঠ্য পুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস যে বিকৃত করা হয়েছে সে সম্পর্কে একটি লেখাতে বলা হয়েছে যে স্বাধীনতা যুদ্ধের দলিল ও ইতিহাস গ্রন্থে তথ্যাদি সঠিক এবং নিরপেক্ষ ভাবে যাচাই করার জন্য যে কমিটি করা হয়েছিলো সেই কমিটিতে আমাদের আইন উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেনও একজন ছিলেন!
আপনি রাজনীতিবিদদের খারাপ বলছেন কিন্তু আইন উপদেষ্টা আপনি নিজেও কি তাঁদের দলে পড়েননা? আপনি যদি সে কমিটিতে ছিলেন তবে কিভাবে ইতিহাস বিকৃতি করা হয়? আমি জেনে আসলেই মর্মাহত হয়েছি যে প্রাক্তন সরকারের সেই কমিটিতে আপনি ছিলেন এবং যখন দেখি স্বাধীনতার দলিলে ভুল ইতিহাস দেওয়া হয় অথচ এখন আপনারাই বলছেন স্বাধীনতার ইতিহাস ঠিক করতে হবে। আমরা কি ভাবে আপনার কাছে আশা করতে পারি দেশকে আপনরা আসলেই দূর্নীতিমুক্ত করবেন?
তথাকথিত রাজনীতিবিদের সাথে একি কাতারে বলেই কি আপনারা দূর্নীতিবাজ বলে গ্রেফতার করলেন অনেককে কিন্তু এমন ভাবে কারগারে রাখলেন যাতে আইন এর ফাঁক ফোকর দিয়ে প্রয়োজনে মুক্তি দিতে কোন অসুবিধা না হয়?
প্রথমে বললেন খালেদার ছেলেদের বিদেশী একাউন্ট এ অনেক টাকা এবং সেই টাকা ফিরিয়ে আনতে হবে অথচ এখন শোনা যাচ্ছে তাঁদের বিদেশে পাঠিয়ে দিবেন।
প্রথমে ক্ষমতায় এসে এমন ভাব দেখালেন যে আওয়ামীলীগ সহ অন্যান্য দলের আন্দোলন ভুল ছিলোনা আর এখন সেই আন্দোলনের জের ধরেই হাসিনাকে দেশ আসতে বারণ করেছেন।
ভবিষ্যতেই বলবে ইতিহাসে আপনার স্থান কোথায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।