ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালো থেকো উড়ন্ত প্রজাপতি। জান্নাত বাসিনী ছোট্ট আপু নাজিয়া সাবরিন সুবা’র স্মরণে- ছোট্ট ময়না পাখি - সালমা ইয়াসমিন শাম্মি কোন আকাশের তারা রে তুই, কোন বাগানের হাসি? কোন কাননের পাখিরে তুই ওরে ও বিদেশী? বলতি কথা মিষ্টি করে সারাটা দিন ভরে, কই গেলি তুই আজকে মোদের সকল বাঁধন ছিড়ে? তুই যে ছিলি সবার কাছে ছোট্ট ময়না পাখি, কোথায় গেলি সবার আগে, সবাইকে আজ ছাড়ি? কোন বাগানে হাসিস রে তুই কোন কাননের ফুল হয়ে? কোন আকাশে উঠিস রে তুই কোন গগণের তারা হয়ে? আয় ফিরে আয় মোদের কাছে আরেকটি বারের তরে; কোলে তুলে করব চুম্বন তোর দু’টি গালে। সোনার মতন মুখখানি তোর, কোথায় লুকাইলি? কোথায় এখন করছিস গান আমার ছোট্ট ময়না পাখি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।