আমাদের কথা খুঁজে নিন

   

অসীম শুণ্যতা

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. শহরের কোন এক চিপা গলির অন্ধকারচ্ছন বাসার খুপরি ঘরে জন্ম তার বাহিরের চাকচিক্য, আলোর উদ্দাম রশ্মি কোন কিছুই ছোয় না হৃদয়ে তার। জন্মের পরই মায়ের চলে যাওয়া আর বাবার দেশান্তরী হওয়া যেন হল একইসাথে এই জীবনে থেকে ভাল কিছু পাওয়ার আশা করাটাই বৃথা তার। এতিম হয়ে যাবে কোথায় সে পাড়া প্রতিবেশী, আত্মীয়রা এগিয়ে আসে, এদের কাজ দেখে আড়ালে হাসে বিধাতা সবাই যে শুধু স্বার্থটাই খুজে! কিশোরবেলা থেকেই সে সবার অবহেলার শিকার আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয় যে বারবার তারপর ও মুখে নেই কোন প্রতিবাদ, শুধু মুচকি হাসি; কেউ দেখে না, মনের গভীরে কি এক অসীম শূণ্যতা তার। যুবক বয়সে হয়েছিল দিওয়ানা কোন এক অষ্ঠাদশীর মনে আশার সঞ্চার হয়েছিল; যাবে হয়তো কেটে আজন্ম কষ্ট; ভালই চলছিল তাদের দুজনের ভালবাসায় ঘেরা জীবন কিন্তু বিধাতা এবারো মুচকি হাসলেন! কোন এক স্নিগ্ধ সকালে প্রিয়ার মরদেহ তার কোলে ঘাতক ট্রাক প্রিয়াকে চাপা দিয়েই পালায়; আজন্ম উপলব্ধি থেকেই মুখ ফুটে বের হয় এসেছি ধরনীতে এক অসীম শূণ্যতা নিয়ে। প্রিয়ার শোকে বাকি জীবনটা কাটায় সে একা কোনরকম খেয়ে পরে চলে গেলেই হল বাকি জীবনটা, শুধু মরণের পরে যেন দিয়ে দেয় কেউ কবরটা পুরো জীবনটাই তার আছে শুধু অসীম এক শূণ্যতা। বিঃদ্রঃ কবিতা লেখার চরম অপচেষ্টা করলাম। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।